Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

রাতভর ককটেল বিস্ফোরণ, নোয়াখালীর ১৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

২৬ ডিসেম্বর, ২০২১ ১১:৪২ পূর্বাহ্ণ
রাতভর ককটেল বিস্ফোরণ, নোয়াখালীর ১৫৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলার ১৬টি ইউনিয়নে পরিষদের ভোটগ্রহণ চলছে। সদরের ৯টি ইউনিয়নে ৯২টি ও কবিরহাটের ৭টি ইউনিয়নের ৬৬টি কেন্দ্রে একটানা ভোট গ্রহন চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ১৫৮টি কেন্দ্রের মধ্যে ১০১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে ভোটের আগের দিন রাতে বিভিন্ন কেন্দ্রের বাইরে ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে সাধারণ ভোটারদের আতংকিত করে।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে কেন্দ্রগুলোতে শুরু হয়েছে ভোট গ্রহণ।

জানা গেছে, ভোটের আগের দিন শনিবার রাতে সদর উপজেলার দাদপুর, এওজবালিয়া, চরমটুয়া, নেয়াজপুর, অশ্বদিয়া, কবিরহাটের বাটইয়া, সুন্দলপুর ইউনিয়নে বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিভিন্ন কেন্দ্রের বাইরে ককটেল বিষ্ফোরণের ঘটনাও ঘটেছে।

শনিবার রাত ৮টার দিকে কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড ফলাহারী ট্রন্সমিটার এলাকায় স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক ও নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫জন আহত হয়। পরে উভয় পক্ষের লোকজন ওই ওয়ার্ডের বিভিন্ন স্থানে ককটেলের বিষ্ফোরণ ঘটায়।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, সদর উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২ ও কবিরহাটের ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। সদরে ১লাখ ১১হাজার ২৬৬জন নারী, ১লাখ ২২হাজার ৫৩০জনসহ ২লাখ ৩৩হাজার ৭৯৬জন ভোটার রয়েছে। কবিরহাটে ৭০হাজার ১৩জন নারী ও ৭৫হাজার ৬১১জন পুরুষসহ মোট ভোটার রয়েছে ১লাখ ৪৫হাজার ৬২৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটের পরিবেশ সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিটি কেন্দ্রে ১জন পুলিশ কর্মকর্তা, ৩জন কনেস্টবল, ৭জন নারী সদস্যসহ ১৭জন আনসারসহ মোট ২২জন দায়িত্ব পালন করছে। এছাড়াও পুলিশের মোবাইল টিম, গোয়েন্দা,স্ট্রাইকিং, সাদা পোশাকের পুলিশ, র‌্যাব, বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে। দায়িত্বে আছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

শেয়ার