Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

চতুর্থ ধাপে চট্টগ্রামের ২৭ ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা

২৭ ডিসেম্বর, ২০২১ ১১:২৮ পূর্বাহ্ণ
চতুর্থ ধাপে চট্টগ্রামের ২৭ ইউনিয়নে চেয়ারম্যান হলেন যারা

চট্টগ্রামে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া চতুর্থ ধাপে ২৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে বেশিরভাগ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।

চট্টগ্রামে লোহাগাড়া, কর্ণফুলী ও পটিয়া উপজেলায় ২৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন ২১ জন। আর বাকি ৬টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

লোহাগাড়ায় ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫টিতে নৌকা ও ১ টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ৫টির মধ্যে দুটিতে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী।

বড়াহাতিয়া আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয় কুমার বড়ুয়া ও পুটিবিলায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর হোসেন মানিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কলাউজানে আব্দুল ওয়াহেদ (নৌকা), চরম্বায় মাওলানা হেলাল উদ্দিন (আনারস), পদুয়ায় মো. হারুনর রশিদ (নৌকা) ও চুনতিতে জয়নুল আবেদীন জনু(নৌকা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চুনতি ইউনিয়নে জয়নুল আবেদীন জনু কোম্পানি ১২৪৯৭ ভোট (নৌকা) পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর মোহাম্মদ শহীদুল্লাহ ৩০০৪ ভোট (চশমা) পেয়েছেন ।

চরম্বা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা হেলাল উদ্দিন ৫২৩৪ ভোট (আনারস) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক সাদাত উল্লাহ ৩৪৭৪ ভোট (মোটরসাইকেল) ও মাস্টার শফিকুর রহমান ৩৩৩৮ ভোট (নৌকা) পেয়েছেন। কলাউজানে আব্দুল ওয়াহাব ৮৩৮০ (নৌকা) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. এয়াছিন ৬২৭০ ভোট (আনারস) পেয়েছেন।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও লোহাগাড়া নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন রোমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়নের মধ্যে ১৩টিতে আওয়ামী লীগের নৌকা এবং চারটিতে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোসাইনী। পটিয়া উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যারা সরাসরি ভোটে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তারা হলেন— খরনা ইউনিয়নে মাহবুবুর রহমান (নৌকা), জিরি ইউনিয়নে আমিনুল ইসলাম টিপু (নৌকা), আশিয়া ইউনিয়নে এম এ হাসেম (নৌকা), কাশিয়াইশ ইউনিয়নে আবুল কাশেম (নৌকা), কেলিশহর ইউনিয়নে সরোজ কান্তি সেন নান্টু (নৌকা), ছনহরা ইউনিয়নে মুক্তিযোদ্ধা সামসুল আলম (নৌকা), কচুয়াই ইউনিয়নে ইনজামুল হক জসিম (নৌকা), হাবিলাসদ্বীপ ইউনিয়নে ফৌজুল কবির কুমার (নৌকা), ধলঘাট ইউনিয়নে রনবীর ঘোষ টুটুন (নৌকা), ভাটিখাইন ইউনিয়নে মোহাম্মদ বখতিয়ার (নৌকা)।

এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন শোভনদন্ডী ইউনিয়নে এহসানুল হক (নৌকা), বড়লিয়া ইউনিয়নে শাহীনুল ইসলাম সানু (নৌকা) এবং দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে মোহাম্মদ সেলিম (নৌকা)।

এছাড়াও ৪টি ইউনিয়নে বিজয়ী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা হলেন, জঙ্গল খাইন ইউনিয়নে শাহাদাত হোসেন সবুজ (স্বতন্ত্র), কোলাগাঁও ইউনিয়নে মাহবুবুল হক চৌধুরী (স্বতন্ত্র), হাইদগাঁও ইউনিয়নে বি এম জসিম (স্বতন্ত্র) ও কুসুমপুরা ইউনিয়নে জাকারিয়া ডালিম (স্বতন্ত্র)।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে তিনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয়ী হলেও অপর একটিতে নৌকার ভরাডুবি হয়েছে।

তাদের মধ্যে শিকলবাহায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবদুর করিম ফোরকান নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৩৫ ভোট। আর বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আনারস প্রতীকে ১৬ হাজার ৩৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জুলধার আওয়ামী লীগ মনোনীত হাজী নুরুল হক নৌকা প্রতীকে ৪ হাজার ৮৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বর্তমান চেয়ারম্যান রফিক আহমদ আনারস প্রতীকে ১ হাজার ৭২৭ ভোট ও মুহাম্মদ মুসা চশমা প্রতীকে ৩ হাজার ৯০৭ ভোট পেয়েছেন।

চরলক্ষ্যায় আওয়ামী লীগ মনোনীত যুবলীগের সভাপতি সোলাইমান তালুকদার নৌকা প্রতীকে ১১ হাজার ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী (চশমা) ৪ হাজার ২৩৫ ভোট, মো. ইব্রাহিম মিয়া (আনারস) ১ হাজার ৭৪৭ ভোট, এটিএম হানিফ (মোটরসাইকেল) ১৪ ভোট, নাসির আহমেদ (ঘোড়া) ৪ ভোট পেয়েছেন।

কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দিদারুল আলম দিদার। বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর শুক্কুর।

শেয়ার