এক দল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। আরেক দলে আছেন মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু এই দুই দলের এক দলকে কি না দেখা যাবে না আগামী বছর হতে যাওয়া কাতার বিশ্বকাপে। ইতালিকে অবশ্য গত বিশ্বকাপেও দেখা যায়নি।
এবার তাই তাদের বিশ্বকাপে নিতে মরিয়া দলটির ডিফেন্ডার লিওনার্দো বুনোচ্চি। বিশ্বকাপ প্লে অফের সেমিফাইনালে পর্তুগাল খেলবে তুরস্কের বিপক্ষে। নর্থ মেসেডোনিয়ার বিপক্ষে খেলবে ইতালি। এই দুই দলের সঙ্গে জয়ী পারলে বিশ্বকাপে যাওয়ার জন্য লড়বে ইতালি-পর্তুগাল।
বিশ্বকাপের টিকিট নিশ্চিতে এই ম্যাচটি জয়ের বিকল্প নেই কারো। এ নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে এক রকম হুমকিই দিয়ে রেখেছেন তার জুভেন্তাসের সাবেক সতীর্থ বুনোচ্চি। মার্চের ম্যাচটিকে নিয়ে নাকি ইতোমধ্যে রোনালদোর সঙ্গে কথাও বলেছেন তিনি।
বুনোচ্চি বলেন, ‘আমরা ইতোমধ্যেই ইতালি-পর্তুগালের মধ্যে সম্ভাব্য ফাইনাল ম্যাচটি নিয়ে কথা বলেছি। এটা নিয়ে মজাও করেছি কিন্তু খেলাটা হবে মাঠে। রোনালদো জানে তার কষ্ট করতে হবে। মার্চে আমরা মুখোমুখি হবো আর আমার মনে হয় খুব সুন্দর দুটি ম্যাচ হবে।’
নিজের সন্তানের জন্য হলেও বিশ্বকাপ খেলতে মরিয়া এই ডিফেন্ডার আরও বলেছেন, ‘আমি আমার সন্তানদের বিশ্বকাপে অংশ নেওয়া দেখাতে চাই। তারা এখনও ইতালিকে বিশ্বকাপ খেলতে দেখেনি।’