Top
সর্বশেষ

শেরপুরে ভযাবহ অগ্নিকাণ্ডে ১৮টি পুড়ে ছাই, ৮০ লাখ টাকার ক্ষতি

০২ জানুয়ারি, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ
শেরপুরে ভযাবহ অগ্নিকাণ্ডে ১৮টি পুড়ে ছাই, ৮০ লাখ টাকার ক্ষতি
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ২ জানুয়ারি ভোরের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৭০-৮০ লাখ টাকা ক্ষতি হয়েছে।

শেরপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাবেদ হোসেন তারেক পাটোয়ারী জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রমাণ মিলেছে।

ধান-চাল ব্যবসায়ী আবুল কালাম বলেন, ‘আমার গুদামে ১ জানুয়ারি প্রায় ১৪ লাখ টাকার চাউল তুলেছি। পাহারাদার ভোরে ফোনে জানায় সব পুড়ে ছাই গেছে। আমি এসে দেখি আমার সব শেষ।আমি ৩০ লাখ টাকার ঋণ নিয়েছি। কীভাবে পরিশোধ করব, বুঝতে পারছিনা। আগুন এক দোকান থেকে অন্য দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে।’

লছমনপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই জানান, ভোর ৬টার দিকে কুসুমহাটি বাজারের সুজন মিয়ার কসমেটিকসের দোকানে এলাকার লোকজন আগুন দেখতে পান। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে। আগুন এক দোকান থেকে অন্য দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাবেদ বলেন, ‘আমরা সকাল ৭টায় খবর পাই। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। এখানে ১৮টি দোকানে প্রায় ৭০-৮০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।’

শেয়ার