Top
সর্বশেষ

মুখে কালি মেখে অভিনব প্রতিবাদ করেছেন এক কলেজ ছাত্র

০৪ জানুয়ারি, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ
মুখে কালি মেখে অভিনব প্রতিবাদ করেছেন এক কলেজ ছাত্র
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

সকল চাকুরী ক্ষেত্রে নিযোগ বাণিজ্য ও নিয়োগ বৈষম্য বন্ধ. জিরো টলারেন্স নিতী বাস্তবায়ন ও প্রশ্নপত্র ফাঁস বন্ধের দাবীতে সারা মুখে কালি
মেখে শরীওে পেষ্টার ঝুলিয়ে মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাবের বারান্দায় দাড়িয়ে অভিনব প্রতিবাদ করেছেন কারমাইকেল কলেজের এক ছাত্র।

রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ ইউনিয়নের রেদওয়ান রনি নামের ওই কলেজ ছাত্র জানান, ২০১৬ সালে অর্থনিতীতে প্রথম শ্রেণী অর্জন করার পরও তার কোন চাকুরী হয়নি। তিনি জানান, আমি বিভিন্ন সরকারী চাকুরী পরীক্ষায় উত্তির্ণ হয়ে স্পিকারের সুপারিশ নিয়ে ভাইভা বোর্ডে পর্যন্ত যাওয়ার পরের চাকুরী পাই নাই।

পরীক্ষার আগে আমাদের দেশে প্রতি নিয়ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে শুরু করে চাকুরী পরীক্ষাও প্রশ্ধসঢ়;রপত্র ফাঁস হচ্ছে।
এরজন্য তিনি সরকালের পদস্থ কর্মকর্তাদের দায়ী করে বলছেন, তারা বিবেককে বিষর্জন দিয়ে অন্যায়ের সাথে আপোস করে নিজেকে বিকিয়ে দিচ্ছেন। আর
আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান লেখাপড়া শেষ করার পর বাবা মায়ের মুখে আসি ফুটাতে পাছি না।

তিনি আক্ষেপ করে বলেন, আমি বিভিন্ন চাকুরীর লিখিত পরীক্ষায় ভালো মার্ক পেয়ে উত্তিণূ হওয়ার পরেও ভাইভা বোর্ড থেকে খালি হাতে বিদায় হয়েছি। কিছু
সরকারী কর্মকর্তাদের কারণে আমার মতো মেধাবীরা চাকুরী পাচ্ছে না। এতে করে আমরা বাবা মায়ের কাছে মুখ দেখাতে পারি না।

তিনি বলেন, আমার মতো মেধাবীর মুখে কালি মাখা মানে দেশের সমস্ত মেধাবীকে অন্ধকাওে ঢেকে রাখা । এর জন্য আমি মুখে কালি মেখে সরকারের এই পদস্থ
কর্মকর্তাদের প্রতি প্রতিবাদ জানিয়েছি বলে জানান তিনি।

শেয়ার