Top
সর্বশেষ

মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ সেই শিশু আজ স্কুলে ভর্তি

০৫ জানুয়ারি, ২০২২ ৩:৪৭ অপরাহ্ণ
মাগুরায় মাতৃগর্ভে গুলিবিদ্ধ সেই শিশু আজ স্কুলে ভর্তি
আরজু সিদ্দিকী, মাগুরা :

মাতৃগর্ভে থেকে গুলিবিদ্ধ হয় শিশু সুরাইয়া। তার ডান চোখটি একবারেই নষ্ট হয়ে গেছে। বাঁ চোখেও সে কম দেখে । তারপর থেকেই নানা প্রতিকূলতার মাঝ দিয়ে বড় হতে থাকে সে। দরিদ্র পরিবারে জন্ম তার। তবুও মায়ের অক্লান্ত পরিশ্রম, সেবা আর আদর যত্নে ধীরে ধীরে বড় হয় সে। এইভাবে পূর্ণ হলো সুরাইয়ার ৬টি বছর। ছোট শিশুদের স্কুলে যেতে দেখে সেও স্কুলে যেতে চায়।

তাই এবার সকল বাধা পেরিয়ে গত রোববার সকালে মাগুরা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার ভর্তির সংবাদটি প্রধান শিক্ষক রোকসানা আক্তার নিশ্চিত করেছেন।উল্লেখ্য, গত ২০১৫ সালের ২৩শে জুলাই মাগুরায় দুদল সন্ত্রাসীর মধ্যে সংঘর্ষ চলাকালে এলোপাতারি গুলিতে নাজমা বেগম এবং তার গর্ভে থাকা শিশু সুরাইয়া গুলিবিদ্ধ হয়।

মাগুরা সদর হাসপাতালের মেডিসিন সার্জন ডাক্তার শফিউর রহমান জটিল অস্ত্রপচারের মাধ্যমে সুরাইয়াকে পৃথিবীর আলো দেখান। তবে সুরাইয়ার মধ্যে শারীরিক বিভিন্ন সমস্যা রয়েছে বলে তার পরিবার জানায়। সুরাইয়ার বর্তমান অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে তার মা নাজমা বেগম জানান, তার ডান চোখটি নষ্ট হয়ে গেছে। বাম চোখের অবস্থাও ভালোনা। চিকিৎসক বলেছেন, ডান চোখে আর দেখতে পাবে না সে। ডান চোখ তুলে না ফেললে বাম চোখও নষ্ট হয়ে যেতে পারে। তার সমবয়সীরা দৌঁড়ে বেড়ালেও সুরাইয়া এখনো দাঁড়াতে পারেনা। কেউ দুহাতে ধরে দাঁড় করলেও ছেড়ে দিতেই সে পড়ে যায়। ইতিমধ্যে তার গলায় একটি টিউমারও ধরা পড়েছে।

সুরাইয়ার ডান পাশে জোর কমে যাচ্ছে। ডান হাতে সে কাজ করতে পারে না। চিকিৎসকেরা বলেছেন সুরাইয়া উন্নত চিকিৎসা পেলেই ভালো হয়ে যাবে। কিন্তু আমাদের সেই অর্থনৈতিক ক্ষমতা নেই যে তাকে উন্নত চিকিৎসা দেবো। তারপরও আমরা তাকে স্কুলে ভর্তি করেছি। কারণ ওকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি।

শেয়ার