Top

নোয়াখালী পৌরসভায় নৌকার জয়

১৬ জানুয়ারি, ২০২২ ৯:০১ অপরাহ্ণ
নোয়াখালী পৌরসভায় নৌকার জয়
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী পৌরসভার ৩৪টি কেন্দ্রের ভোট গণনা শেষে মেয়র পদে ২৬ হাজার ৪০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. সহিদ উল্যাহ্ খান সোহেল। মেয়র হিসেবে এটি সোহেলের দ্বিতীয় জয়। এরআগে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হয় পৌরসভার ৯টি ওয়ার্ডের ভোট গ্রহণ। তবে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকায় বিজয়ী মিছিল থেকে বিরত ছিলো জয়ী প্রার্থীর সমর্থকরা।

রোববার সন্ধ্যায় নির্বাচনের ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম।

তিনি বলেন, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই ৩৪টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি ভাবে প্রাপ্ত ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে ২৬ হাজার ৪০৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন মো. সহিদ উল্যাহ্ খান সোহেল। তার প্রতিদ্ধন্দ্বি প্রার্থী শহিদুল ইসলাম কিরণ কম্পিউটার প্রতীক নিয়ে পেয়েছেন ৮হাজার ৬২৮ ভোট। মোবাইল প্রতীক নিয়ে লুৎফুল হায়দার লেলিন পেয়েছেন ২২৪৪ ভোট। নির্বাচনে মেয়র পদে অন্য প্রার্থীরা হচ্ছেন, বিএনপি সমর্থক স্বতন্ত্র আবু নাছের ও সহিদুল ইসলাম কিরন, ইসলামী আন্দোলনের সহিদুল ইসলাম, স্বতন্ত্র কাজী আনোয়ার হোসেন, শামছুল ইসলাম মজনু, লুৎফুল হায়দার লেলিন প্রতিদ্ধন্দ্বীতা করেছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬৩ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১৪জন প্রার্থী প্রতিদ্ধন্দ্বীতা করেছিলেন। সাধারণ কাউন্সিলর পদে ১নং রফিকুল বারী আলমগীর, ২নং ওহিদ উল্যাহ পলাশ, ৩নং মো. সেলিম, ৪নং আবুল খায়ের সোহাগ, ৫নং রতন কৃষ্ণ পাল, ৬নং জাহেদুর রহমান শামীম, ৭নং বদরুল হাসান বাবলু, ৮নং নাসিম উদ্দিন সুনাম ও ৯নং ওয়ার্ডে ফখরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। মোট ভোট গ্রহণ হয়েছে ৩৯হাজার ৮২২ ও বাতিল হয়েছে ৬৯ ভোট।

এদিকে, ভোট গ্রহণ চলাকালে রোববার সকাল সাড়ে দশটার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ড মাইজদী পাবলিক কলেজ কেন্দ্রের সামনে থেকে ফাহাদ বিন ইকবাল (১৮) নামের এক যুববকে আটক করা হয়। আটককৃত ফাহাদ বিন ইকবাল জয়কৃষ্ণপুর এলাকার ইকবাল হোসেনের ছেলে।

ওই কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৮টা থেকে কেন্দ্রটিতে ভোট গ্রহণ শুরু হয়। সকাল সাড়ে দশটার দিকে কেন্দ্রে প্রবেশের সময় তাকে জিজ্ঞাসাবাদে সন্দেহ হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে কাগজে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। তার বুকের মধ্যে একজন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর একটি ব্যাচ পাওয়া যায়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হবে। ভোটকে ঘিরে প্রতিটি কেন্দ্রে সর্তক অবস্থানে ছিলো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শেয়ার