Top

বাঁশখালীতে পৌর মেয়র হলেন নৌকার তোফাইল

১৭ জানুয়ারি, ২০২২ ১২:৪৭ অপরাহ্ণ
বাঁশখালীতে পৌর মেয়র হলেন নৌকার তোফাইল
মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম :

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট তোফাইল বিন হোসাইন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ১৪ হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম জেলা সিনিয়র রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম।

ঘোষিত ফলাফলে ১৪ হাজার ৩৪৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী (নৌকা প্রতীক) অ্যাডভোকেট এসএম তোফাইল বিন হোসাইন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক মেয়র মো. কামরুল ইসলাম হোসাইনী মোবাইল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৬৫ ভোট। মোট ভোট প্রয়োগ করেছেন ১৫ হাজার ৭২৬ ভোটার। প্রদত্ত ভোটের হার ৫৮.২৯%।

এছাড়া কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে আনসুর আলী তালুকদার, ২নং ওয়ার্ডে কাঞ্চন বড়ুয়া, ৩নং ওয়ার্ডে জামশেদ আলম, ৪নং ওয়ার্ডে আরিফ মঈনুদ্দিন, ৫নং ওয়ার্ডে মোহাম্মদ ইসহাক, ৬নং ওয়ার্ডে আকতার হোসেন, ৭নং ওয়ার্ডে আবদুল গফুর, ৮নং ওয়ার্ডে প্রণব দাশ, ৯নং ওয়ার্ডে বদিউল আলম নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে ১, ২, ৩ ওয়ার্ডে রুজিনা আক্তার। ৪, ৫, ৬ ওয়ার্ডে রোজিয়া সোলতানা রোজি এবং ৭, ৮, ৯ ওয়ার্ডে ছাদেকা নূর খানম বিউটি নির্বাচিত হয়েছেন।

জানা যায়, বাঁশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৯৮০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৯৪ ও মহিলা ভোটার ১২ হাজার ৮৮৬ জন।

চট্টগ্রাম জেলা সিনিয়র রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৬ হাজার ৯৮০ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ৭২৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার ভোট ভোটারের ৫৮.৯২ শতাংশ।

শেয়ার