Top

ধুনটে গাভী পালন বিষয়ক মাঠ দিবস ও ইনফার্টিলিটি ক্যাম্পেইন

১৭ জানুয়ারি, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ
ধুনটে গাভী পালন বিষয়ক মাঠ দিবস ও ইনফার্টিলিটি ক্যাম্পেইন
জাহিদুল ইসলাম জাহিদ, ধুনট (বগুড়া) :

বগুড়ার ধুনট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের উদ্যোগে সুষম খাদ্য ও স্বাস্থ্য ব্যবস্থাপনায় গাভী পালন বিষয়ক মাঠ দিবস এবং ইনফার্টিলিটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) ফেজ-২ এর আওতায় এ মাঠ দিবস ও ক্যাম্পেইন করা হয়।

সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার বেলকুচি গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়ির আঙ্গিনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০ জন সিআইজি খামারিসহ সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পল্লী চিকিৎসক আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারি হাসপাতালের মাঠ সহকারী রাকিব হাসান, সিল খাইরুল ইসলাম, সিআইজি
সদস্য আশাদুল ইসলাম, জাকিয়া সুলতানা প্রমুখ। অনুষ্ঠান শেষে সিআইজি খামারিদের মাঝে বিনামূল্যে গবাদি পশুর ভিটামিন সরবরাহ করা হয়।

শেয়ার