Top

পবা উপজেলা স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের টিকা প্রদান শুরু

১৮ জানুয়ারি, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ
পবা উপজেলা স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের টিকা প্রদান শুরু
রাজশাহী প্রতিনিধি :

সরকারি নির্দেশনা অনুযায়ী রাজশাহীর জেলায় মাধ্যমিক স্কুল-কলেজ ও মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। বয়স্কদের চেয়েও দ্বিগুণ আগ্রহে টিকা নিচ্ছে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) শাহমাখদুম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রমের প্রথম ধাপ শুরু হয়েছে।

এরই মধ্যে রাজশাহী সিটি করপোরেশন এলাকার ৩২ হাজার স্কুলশিক্ষার্থী ফাইজারের টিকা পেয়েছে। এর মধ্যে ১৪ হাজার শিক্ষার্থী দ্বিতীয় ডোজও সম্পন্ন করেছে। আর এখনো দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় আছে ১৮ হাজার শিক্ষার্থী। এখন সাধারণত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা ফাইজারের টিকা পাচ্ছে। এর মাধ্যমে সপ্তম থেকে দশম শ্রেণি পড়ুয়া স্কুলশিক্ষার্থীদের এই করোনা টিকার আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। তবে ষষ্ঠ শ্রেণিতে পড়ে অথচ বয়স ১২ বছর হয়ে গেছে এমন শিক্ষার্থীকেও করোনা টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। এখন রাজশাহী সিটি করপোরেশনের বাইরে রাজশাহী জেলার পবা ও দুর্গাপুর উপজেলা এলাকার স্কুলের শিক্ষার্থীরা করোনা টিকা পাচ্ছে। পর্যায়ক্রমে রাজশাহীর অন্য সাত উপজেলায়ও এই কার্যক্রম শুরু হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহীসহ সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ে স্কুল-কলেজ শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যেই প্রথম ধাপ শেষ হবে।

পারিলার মোট ১০ টি স্কুল-কলেজ এবং মাদ্রাসাকে নিয়ে পর্যায়ক্রমে ফাইজার টিকা দেয়ার কার্যক্রম চলছে। হাটরামচন্দ্রপুর ডিগ্রি কলেজ, কবি কাজী নজরুল ইসলাম কলেজ, হাটরামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়, পারিলা উচ্চ বিদ্যালয়, খড়খড়ী উচ্চ বিদ্যালয়, মতিয়াবিল উচ্চ বিদ্যালয়, হাট গোদাগাড়ী মাধ্যমিক বিদ্যালয়, সারাংপুর দাখিল মাদ্রাসা, বশিরাবাদ আলিম মাদ্রাসা থেকে দলে দলে বিভিন্ন শিক্ষার্থী শাহমাখদুম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে ভিড় করছে।

করোনা ভাইরাস প্রতিরোধে ফাইজার টিকা প্রদান করা হচ্ছে সকল শিক্ষার্থীদের মাঝে। এছাড়া পবার হড়গ্রাম ইউপির পরিষদে এই স্কুল-কলেজ পর্যায়ের টিকা কার্যক্রম চলছে। হড়গ্রাম ইউপির মোট ৯ টি স্কুল-কলেজ এবং মাদ্রাসায় এই টিকা কার্যক্রম অব্যহত আছে। হড়গ্রাম কুলপাড়া বিদ্যালয়, আলীগঞ্জ আলিয়া মাদ্রাসা, বসুয়া উচ্চ বিদ্যালয়,কাসিয়াডাঙ্গা বালিকা বিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে এই টিকা কার্যক্রম অব্যহত আছে।

পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোসাঃ রাবেয়া বসরী জানান, ইতোমধ্যে মোট ৯৩ টি শিক্ষা প্রষ্ঠিানের মধ্যে ৭৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে করোনার ফাইজার টিকা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। আগামীকাল বাকি প্রতিষ্ঠানগুলোতে টিকা কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান। তিনি আরও বলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানের যোগাযোগের অভাবে তারা টিকা কার্যক্রমে পেছনে পড়ে গেছেন। খুব অচিরেই ঐ সকল শিক্ষা প্রতিষ্ঠানের টিকা কার্যক্রমের ব্যবস্থ করা হবে।

শেয়ার