Top

মিরসরাই প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সহায়ক উপকরণ বিতরণ

১৯ জানুয়ারি, ২০২২ ১:০৫ অপরাহ্ণ
মিরসরাই প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সহায়ক উপকরণ বিতরণ
মিরসরাই প্রতিনিধি :

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ-২ (এনএটিপি-২) প্রকল্পের অর্থায়নে ১৬ জন গাভী পালন, ১৬ জন গরু মোটাতাজাকরণ ও ১৪ জন মুরগী পালনকারীসহ ৪৬ জন সিআইজি খামারীদের মাঝে গরুর খাদ্য, চিটাগুড়, খাবার পাত্র, উন্নত জাতের মুরগী, মুরগীর ঘর, মুরগীর খাবার, কৃমির ঔষধ, ভিটামিন ও মিনারেল প্রিমিক্স এবং প্রত্যেককে প্রদর্শনী সাইনবোর্ডসহ ব্রিফিং ভাতা প্রদান করা হয়েছে।

বুধবার ( ১৯ জানুয়ারি ) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) এস.এম.এন. জামিউল হিকমা, ভেটেরিনারি সার্জন ডা.জয়িতা বসু, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মিনহাজুল করিম ও ডা. ফরিদুল ইসলামসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

শেয়ার