Top

রাঙামাটিতে ২৪ঘন্টায় ৭১ জন করোনা রোগী সনাক্ত

২১ জানুয়ারি, ২০২২ ৫:২৩ অপরাহ্ণ
রাঙামাটিতে ২৪ঘন্টায় ৭১ জন করোনা রোগী সনাক্ত
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

রাঙামাটিতে গত ২৪ঘন্টায় ৭১জন করোনা রোগী সনাক্ত হয়েছে। যা শতকরা হার ৩৯.০১ভাগ।

করোনা সংক্রমন রোধ করতে এবং সচেতনতা বাড়াতে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। করোনা আক্রান্ত ব্যক্তির বাড়িতে টাঙানো হচ্ছে লাল পতাকা। রাঙামাটি জেলা সদরের পাশাপাশি উপজেলাগুলোতেও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, রাঙামাটি জেলায় বর্তমানে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২১৯জন। আইসোলেশনে ভর্তি আছেন দুইজন। বাকিরা বাসায় চিকিৎসা নিচ্ছেন।

রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. বোরহান উদ্দিন মিঠু বলেন, কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙানো হচ্ছে। পাশাপাশি করোনা সংক্রমণ রোধ করতে মাস্ক পরিধান করতে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রয়োজনে জরিমানা করা হচ্ছে। জনসমগম এড়াতে প্রশাসন কাজ করছে এবং মোবাইল কোর্ট পরিচালনা করছে।

শেয়ার