Top

শেরপুরে এবার বন্যহাতির দল খেয়ে ফেলল কৃষকের গোলার ধান

২২ জানুয়ারি, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ
শেরপুরে এবার বন্যহাতির দল খেয়ে ফেলল কৃষকের গোলার ধান
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে ঘরের বেড়া ভেঙ্গে আবুল কাশেম নামে এক কৃষকের গোলার ধান খেয়ে সাবাড় করে দিয়েছে বন্যহাতির দল। ঘটনাটি ঘটে ২১ জানুয়ারি শুক্রবার রাতে। আবুল কাশেম উপজেলার কাংশা ইউনিয়নের নাওকুঁচি গ্রামের বাসিন্দা।

ওই গ্রামের নবনির্বাচিত ইউপি সদস্য গোলাপ হোসেনসহ গ্রামবাসীরা জানান, শুক্রবার রাত ৯ টার দিকে ১৫/২০ টি বন্যহাতির একটি দল আবুল কাশেমের বাড়িতে হানা দেয়। এসময় বন্যহাতির দল শুর দিয়ে ঘরের টিনের বেড়া ভেঙ্গে গোলার সমস্ত ধান খেয়ে সাবাড় করে দেয়। বন্যহাতির দল গোলার সব ধান খেয়ে সাবাড় করে দেওয়ায় কি দিয়ে পরিবারের সদস্যদের ভরণ পোষণ যোগাবে এ চিন্তায় দিশেহাড়া আবুল কাশেম । এসময় বন্যহাতির দল ওই গ্রামের একটি কালি মন্দিরও একটি বাড়ি ভাংচুর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাংটিয়া ফরেষ্ট রেঞ্চ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার