Top
সর্বশেষ

যশোরে করোনা শনাক্তের হার ৪২.৮০ শতাংশ

২৭ জানুয়ারি, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ
যশোরে করোনা শনাক্তের হার ৪২.৮০ শতাংশ
যশোর প্রতিনিধি :

যশোরে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ শুরু হয়েছে বেশ আগেই। এরই মধ্যে ভয়াবহ রূপ নিয়েছে। জেলায় ছড়িয়ে পড়েছে ওমিক্রন। এরই মধ্যে বুধবার তৃতীয় ঢেউয়ে প্রথম মৃত্যুর খবর আসে। প্রথম দিনেই করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন তিনজন। পরদিন আজ বৃহস্পতিবারও একজনের মুত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রথমদিন (বুধবার) চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনা আক্রান্ত ও দুইজন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। করোনা আক্রান্ত মৃত ব্যক্তি হলেন, যশোর সদর উপজেলার নারঙ্গালী গ্রামের কুদরত উল্লাহ (৫১)। আর যশোর জেনারেল হাসপাতালে উপসর্গ নিয়ে মারা গেছেন ঝিনাইদহের সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের তরিকুল ইসলাম ও আরেকজন আব্দুর রহিম। আর বৃহস্পতিবার করোনা সন্দেহে আতিয়ার রহমান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন অফিসের তথ্য অনুয়ায়ী, যশোরে ক্রমেই করোনা সংক্রমণের হার ভয়াবহ আকার ধারণ করছে। বৃহস্পতিবারের ফলাফলে যবিপ্রবির ল্যাবে যশোরের ১১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২.৮০ শতাংশ।

এর আগে বুধবার জেলায় ২২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শতকরা হার ছিলো ৪৭ দশমিক ৮১ শতাংশ। চলতি মাসের শুরুতে জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে যায়। শনাক্তের হার ৪০ শতাংশের উপরে ছিলো। গত সোমবার যা ৫০ শতাংশ পেরিয়ে যায়। শুধু সদর উপজেলাতেই প্রতিদিন দেড়শোর বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। সংখ্যার হিসেবে এরপর আছে ঝিকরগাছা ও শার্শা। তবে সংক্রমণ কম আছে বাঘারপাড়া কেশবপুর ও অভয়নগর উপজেলায়।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ জানান, বৃহস্পতিবারের প্রাপ্ত ফলাফলে যবিপ্রবির ল্যাবে জেলায় ২৭১ জনের নমুনার বিপরীতে ১১৬ জন শনাক্ত হয়েছে। যার শতকরা হার ৪২ দশমিক ৮০ শতাংশ।

শেয়ার