Top
সর্বশেষ

১২ ছাত্রলীগ নেতার মামলা প্রত্যাহারে সমঝোতা বৈঠক

২৯ জানুয়ারি, ২০২২ ২:৫২ অপরাহ্ণ
১২ ছাত্রলীগ নেতার মামলা প্রত্যাহারে সমঝোতা বৈঠক
জাকারিয়া শেখ, কোটালীপাড়া (গোপালগঞ্জ)  :
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১২ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহারে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা আওয়ামী লীগের আহব্বানে দলীয় কার্যালয়ে এ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
সমঝোতা বৈঠকসূত্রে জানাগেছে, ২০২০ সালের ২৭ আগস্ট পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ ছোটন, সাধারণ সম্পাদক আলিউজ্জামান জামিরসহ ১২ ছাত্রলীগ নেতা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ শওকত আলীর পিতা আব্দুল কাদের মিয়াকে ‘স্বাধীনতা বিরোধী’ উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেয়। এই পোস্টের কারণে মোঃ শওকত আলী বাদী হয়ে ওই ১২ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। প্রায় দেড় বছর মামলাটি চলার পরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাদীর সঙ্গে সমঝোতা বৈঠক হয়। এ বৈঠকে ছাত্রলীগের নেতৃবৃন্দ তাদের ভুল স্বীকার করেন।
সমঝোতা  বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা বৈঠকে প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ শওকত আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ বক্তব্য রাখেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ শওকত আলী বলেন, আমার পরিবার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল। ওই সময়ে স্বাধীনতা বিরোধী শক্তি আমাদের বাড়ি ঘর পুড়িয়েছে। আমার বাবাকে নিয়ে ছাত্রলীগের কয়েকজন নেতৃবৃন্দ ফেসবুকে যে পোস্ট দিয়েছিল তাহা সম্পূর্ণ মিথ্যা। ছাত্রলীগের এসব নেতৃবৃন্দ তাদের ভুল বুঝতে পেরেছে। তাই আমি এই সমঝোতা বৈঠকের মাধ্যমে মামলাটি প্রত্যাহারের সিন্ধান্ত নিয়েছি।
শেয়ার