Top
সর্বশেষ

চট্টগ্রামে গণপরিবহন শ্রমিকদের টিকাদান শুরু

৩০ জানুয়ারি, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ
চট্টগ্রামে গণপরিবহন শ্রমিকদের টিকাদান শুরু
মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম :

চট্টগ্রাম নগরীর কদমতলী বাস টার্মিনালে গণপরিবহন শ্রমিকদের করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার বাস শ্রমিকরা এসব টিকা পাচ্ছেন।

রোববার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় নগরীর কদমতলী বাস টার্মিনালে এ টিকাদান শুরু হয়। প্রথমদিনে ২শ জন শ্রমিককে টিকার আওতায় আনা হবে।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মনজুরুল আলম মঞ্জু বলেন, ‘পর্যায়ক্রমে নগরীর বহদ্দারহাট, অলংকার, শুভপুর বাস টার্মিনালে এভাবে টিকা কার্যক্রম শুরু হবে। আর শ্রমিক ভাইদের অনুরোধ আপনারা গণপরিবহনে অবশ্যই মাস্ক পরিধান করবেন। আর যারা স্থানীয়ভাবে টিকা দিয়েছেন, তারা অবশ্যই টিকা সনদ সঙ্গে রাখবেন।

তিনি আরও বলেন, সরকারের সঠিক নির্দেশনায় গণপরিবহনের শ্রমিকরা টিকার আওতায় এসেছে। এজন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানায়।

টিকাদান কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলম, অতিরিক্ত মহাসচিব আহাসউল্লা হাসান, যুগ্ম সম্পাদক মো শাহজাহান, মো বসর মো ইউছুপ, আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো ইমাম শফির ও স্বাস্থ্য কর্মীগণ প্রমুখ।

উল্লেখ্য, হাটহাজারী বাস স্টেশনের ৫শ জন শ্রমিক টিকা পেয়েছেন। কদমতলী আন্তঃজিলা বাস টার্মিনালে ২শ শ্রমিককে টিকা প্রদানের পাশাপাশি পর্যায়ক্রমে বহদ্দারহাট, শুভপুর, অলংকারসহ ছয়টি টার্মিনালে শ্রমিকদের টিকা প্রদান করা হবে।

শেয়ার