Top
সর্বশেষ

কুড়িগ্রামে ২ লাখ কৃষকের ডিজেলেই অতিরিক্ত খরচ সাড়ে ৪ কোটি টাকা

৩১ জানুয়ারি, ২০২২ ১২:২৫ অপরাহ্ণ
কুড়িগ্রামে ২ লাখ কৃষকের ডিজেলেই অতিরিক্ত খরচ সাড়ে ৪ কোটি টাকা
শফিকুল ইসলাম বেবু :

বোরো মৌসুমে প্রতি হেক্টরে ডিজেলেই অতিরিক্ত খরচ গুণতে হবে ৭শ টাকারও বেশি। এতে পুরো জেলার ২ লাখ প্রান্তিক কৃষকের ঘাড়ে সাড়ে ৪ কোটির বেশি টাকা বাড়তি খরচের ঘানি। যদিও কৃষি বিভাগের দাবী নতুন করে বিদ্যুত চালিত সেচ যন্ত্র চালু ও অল্টার নেটিভ ওয়েটিং অ্যান্ডড্রাই পদ্ধতি ব্যবহারে উৎপাদান ব্যয় কমানোর উদ্যোগ নেয়া হয়েছে।

কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, জেলায় ১ লাখ ১৫ হাজার ৫৫৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। যার ৫৮ হাজার হেক্টর জমিতে ৩৮ হাজারের বেশি ডিজেল চালিত সেচযন্ত্র ব্যবহার করে বোরো আবাদ করছে ২ লাখেরও বেশি প্রান্তিক কৃষক।

কৃষকরা বলছেন, বোরো মৌসুমে গড়ে প্রতি হেক্টরজমিতে ৩০ থেকে ৩৫বার সেচ দিতে হয়। যাতে প্রয়োজন হয় ৪৫ থেকে ৫০লিটার ডিজেল। এ হিসেবে হেক্টর প্রতি জমিতে বোরো চাষে ডিজেলের বাড়তি দামে কৃষকের অতিরিক্ত খরচ হবে ৭শ টাকারও বেশি। এতে পুরো জেলায় কৃষকের বাড়তি খরচ হবে ৪ কোটি ৬০ লাখ টাকা।

সরেজমিন রাজারহাট উপজেলার সরলার দোলা এলাকায় গিয়ে দেখা যায় বোরো চাষে ব্যস্ত হয়ে পড়েছে কৃষকরা। তবে ডিজেল ও সার ও চাষসহ সব উপকরণের বাড়তি দামের কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকদের কপালে চিন্তার ভাঁজ।

দেবালয় গ্রামের কৃষক মিজানুর রহমান জানান, ডিজেলসহ সব উপকরণের দাম বাড়ায় এক একর জমিতে বোরো আবাদ করতে গত বছরের চেয়ে অতিরিক্ত প্রায় ২-৩হাজার টাকা খরচ বেড়েছে। একই গ্রামের কৃষক শাহআলম জানান, এবার ডিজেলের মুল্য বাড়ার কারণে প্রতি একরে সেচ খরচ ৪০০টাকা, ট্রাক্টর দিয়ে চাষে ২শ টাকা, মাড়াইয়ে ৩০০ টাকা খরচ বেশি পড়ছে।সারসহ অন্যান্য উপকরণের মূল্যও চড়া।তাইএকরে অতিরিক্ত খরচসহ মোট খরচ পড়বে প্রায় ৪২ হাজার টাকা। অথচ ধানের দাম প্রতিমণ ৮শ টাকা হলে ও একরে ৫০ মণ ফলন হলে ৪০ হাজার টাকার বেশি উঠবেনা। তাই এবছর বোরো চাষে লোকসানের শঙ্কায় রয়েছেন তারা।

এদিকে চরাঞ্চলে বোরো ক্ষেতে বাড়তি সেচ দিতে হয় বলে তাদের সেচ খরচ আরো বেশি পড়বে বলে জানিয়েছেন সেখানকার কৃষকরা। উলিপুর উপজেলার ব্রহ্মপুত্রের চর মশালের চরের কৃষক শহিদুল ইসলাম জানান, এবছর ৫০ শতক জমিতে বোরোর আবাদ করেছেন তিনি। বালু মিশ্রিত জমিতে প্রতিদিন সেচ দিতে হচ্ছে। প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা খরচ বেড়ে যাওয়ায় খরচ জোগাতে হিমশিম খাচ্ছে তারমতো চরের অনেক কৃষক।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাকির হোসেন জানিয়েছেন,ইতোমধ্যে সেচের পাম্পে বিদ্যুত সংযোগের জন্য অনেক কৃষক আবেদন করেছে, দ্রুত সংযোগ দেয়ার চেষ্টা করা হচ্ছে। তাছাড়া সেচের খরচ কমানোর জন্য কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বোরো আবাদে অলটারনেটিভ ওয়েটিং অ্যান্ডড্রাই পদ্ধতি প্রয়োগ করার পরামর্শ দেয়া হয়েছে। এই পদ্ধতিতে সেচ খরচ কমবে, বাড়বে উৎপাদন।

শেয়ার