Top
সর্বশেষ

চাঞ্চল্যকর বৃষ্টি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

৩১ জানুয়ারি, ২০২২ ৩:১২ অপরাহ্ণ
চাঞ্চল্যকর বৃষ্টি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
শিমুল খান, ঢাকা :

আশুলিয়ার চাঞ্চল্যকর আলোচিত বৃষ্টি হত্যা মামলার প্রধান আসামি আসাদুলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এ তথ্য জানান।

র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রবিবার (৩০ জানুয়ারি) নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গার্মেন্টস কর্মী বৃষ্টি হত্যার প্রধান আসামি মো. আসাদুল ইসলাম (২৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

গত ১৫ জানুয়ারি দুপুর দেড়টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার তাইজুউদ্দিন সরকারের মালিকানাধীন আধাপাকা টিনসেড বাড়ির একটি কক্ষ থেকে বৃষ্টি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ছিল। স্বামী-স্ত্রী দুজন আশুলিয়ার কাঠগড়া এলাকার টেক্সটাউন পোশাক কারখানায় চাকরি করতেন।

আসামি আসাদুল ইসলাম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার ফেরী নারায়ণপুর গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে। অপরদিকে নিহত বৃষ্টি কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার তালজাঙ্গা গ্রামের আবুল কাশেমের মেয়ে।

র‌্যাব জিজ্ঞাসাবাদে আসামি আসাদুল বৃষ্টি হত্যার কথা স্বীকার করে। আসাদুল বৃষ্টিকে কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ভিকটিমের মুত্যু নিশ্চিত করতে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে হত্যা নিশ্চিত কিরে। গ্রেপ্তারকৃত আসামি আসাদুল একাধিক পরকীয়ায় আসক্ত ছিলো বলে জানায় র‌্যাব।

শেয়ার