Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে নতুন করে ৭৭ জন করোনায় আক্রান্ত

৩১ জানুয়ারি, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে নতুন করে ৭৭ জন করোনায় আক্রান্ত
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। রোববার সকাল ৮ টা থেকে আজ সোমবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলায় শনাক্তের হার ৫৭দশমিক ৪৬ শতাংশ। সদর উপজেলায় শনাক্তের হার বেশি, ৬১ শতাংশ।

সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও সদরে ৯০ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সদর উপজেলায় শনাক্তের হার ৬১ দশমিক ১১ শতাংশ। তাছাড়া পীরগঞ্জে পাঁচ জনের মধ্যে এক জন, রাণীশংকৈলে দশ জনের মধ্যে ছয় জনের, বালিয়াডাঙ্গীতে ছয় জনের মধ্যে তিন জনের ও হরিপুরে কুড়ি জনের মধ্যে বারো জনের জেলায় মোট ১৩৪ জনের মধ্যে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলায় এপর্যন্ত ৮১৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৭৫৩৯ জন। এপর্যন্ত মারা গেছেন ২৪২ জন।

চলতি জানুয়ারি মাসে ৪০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে কেউ মারা যাননি। ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন নূর নেওয়াজ আহম্মেদ বলেন, ঠাকুরগাঁওয়ে করোনার সংক্রমণ বাড়ছে।

মানুষের মধ্যে রয়েছে উদাসীনতা। এঅবস্থা চলতে থাকলে করোনা সংক্রমনের ঊর্ধ্বমুখী ঠেকানো সম্ভব হবেনা।

শেয়ার