Top
সর্বশেষ

দশম ধাপে ভাসানচর পৌঁছাল আরো ১২৮৭ জন রোহিঙ্গা

৩১ জানুয়ারি, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ
দশম ধাপে ভাসানচর পৌঁছাল আরো ১২৮৭ জন রোহিঙ্গা
এ.এস.এম.নাসিম, নোয়াখালী :

দশম দফায় কক্সবাজার থেকে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছাল আরও ১২৮৭ জন রোহিঙ্গা। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে এখন রোহিঙ্গা নাগরিকের সংখ্যা ‌২০ হাজার ৯৪৯ জন।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুর একটার দিকে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা টুনা’ ও ‘বানৌজা সন্ধীপ’ যোগে নতুন রোহিঙ্গারা আগমন করে।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ১২৮৭ রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পল্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে গাড়ির মাধ্যমে নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়।

মোয়াজ্জেম হোসেন আরও বলেন, এছাড়াও ৬৫ জন কক্সবাজার হতে বেড়াতে এসেছেন ও ৮১ জন ভাসানচর হতে কক্সবাজার বেড়াতে গিয়েছিল তারাও একই জাহাজে ফিরে আসেন।

শেয়ার