Top
সর্বশেষ

মাগুরায় প্রধানমনন্ত্রীর দেয়া বাড়ীর কাজ শুরু

০১ ফেব্রুয়ারি, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ
মাগুরায় প্রধানমনন্ত্রীর দেয়া বাড়ীর কাজ শুরু
আরজু সিদ্দদিকী,  মাগুরা :

শেখ হাসিনার অঙ্গিকার কেউ থাকবে না গৃহহীন আর, এই কর্মসূচি বাস্তবায়নে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চর জাঙ্গালীয়া এলাকায় ২২ গৃহহীন পরিবারের জন্য পাকা ঘর নির্মাণ কাজ দ্রত গতিতে এগিয়ে চলেছে। প্রতিটি ঘরের নির্মাণ মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা ধার্য করা হয়েছে।

সংসদ সদস্য ড. বীরেন শিকদার গতকাল নির্মাণাধীন এসব ঘরের নির্মাণ কাজ পরিদর্শনকালে জানান, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ২২ টি গৃহহীন পরিবারের পূর্নবাসনের লক্ষে প্রধানমন্ত্রীর তহবিল হতে ৫২ লাখ ৮০ হাজার টাকা ব্যায়ে ২২ টি গৃহ নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘরে দুইটি করে কক্ষ, একটি বারান্দা, একটি করে রান্নাঘর ও শৌচাগার রয়েছে।

নির্মাণ কাজ দ্রত গ তিতে এগিয়ে চলেছে এবং নির্মাণ কাজ সম্পন্ন হলে ২২টি গৃহহীন পরিবারকে এখানে পূর্ণবাসন করা হবে। এসম মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল্লা জজিল কাফি ও উপজেলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন উপস্থি’ত ছিলেন।

শেয়ার