Top
সর্বশেষ

পেকুয়ায় অস্ত্র তৈরির কারখানায় র‌্যাবের অভিযানে আটক ৩

০৩ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৫৫ অপরাহ্ণ
পেকুয়ায় অস্ত্র তৈরির কারখানায় র‌্যাবের অভিযানে আটক ৩
কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ার পাহাড়ি এলাকার ত্রাস হিসেবে পরিচিত আবদুল হামিদের অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-৭।
এ সময় কারখানা থেকে ৮ বন্দুকসহ তিন অস্ত্র তৈরির কারিগর আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, টৈটং ঝুম পাড়া এলাকার নুরুল কাদের ছেলে আবদুল হামিদের ভাই আবদুল গফুর, মো. মুছার ছেলে বাদশা ও নাপিতখালী এলাকার ছিদ্দিক মেম্বারের ছেলে নুরুল কবির।
বুধবার (২ ফেব্রুয়ারি ) রাতে পেকুয়া টৈটংস্থ ঝুম পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয় বলে র‌্যাব কর্মকর্তা এমএ ইউসুফ এক প্রেস ব্রিফিংয়ে জানান।
দুদিন ধরে এই অভিযান চালানোর কথা জানিয়ে এ র‌্যাব কর্মকর্তা বলেন, সেখান থেকে ৮টি বন্দুক উদ্ধার করা হয়েছে। অস্ত্র কারখানা থেকে অস্ত্র তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, উপকূলের শীর্ষ জলদস্যু পেকুয়ার কবির আটক হওয়ার পর তার কাছ থেকে র‌্যাব তথ্য পায়, টৈটংয়ের পাহাড়ি এলাকা ঝুম পাড়ায় ডাকাত আবদুল হামিদের নেতৃত্বে একটি অস্ত্র কারখানা রয়েছে। যেখানে অস্ত্র বেচা-কেনা হয়। গত দু’দিন অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করতে পারলেও শীর্ষ সন্ত্রাসী আবদুল হামিদ পালিয়ে যায়।
এমএ ইউসুফ বলেন, অস্ত্র তৈরির কারখানা থেকে বন্দুকসহ আটক তিনজনকে পেকুয়া থানায় সোর্পদ করে মামলা দায়ের করা হবে।

 

শেয়ার