Top
সর্বশেষ

ঘুমের ওষুধ খেয়ে চবি ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

০৫ ফেব্রুয়ারি, ২০২২ ১২:০৯ অপরাহ্ণ
ঘুমের ওষুধ খেয়ে চবি ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি আবাসিক হলে চিরকুট লিখে এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। পারিবারিক সমস্যার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার সহপাঠীরা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তাকে চবি মেডিকেলে নিয়ে যায়। বর্তমানে তার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে চবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. আইরিন পারভীন বলের, ‘অজ্ঞান অবস্থায় ওই শিক্ষার্থীকে মেডিকেলে আনা হলে তাকে স্যালাইন ও চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সে কথাবার্তা বলছে। সে পাঁচটি সেডিল ট্যাবলেট খেয়েছিল।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, একজন ছাত্রী ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তার ফ্রেন্ডরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নিয়ে আসে। এখন তার জ্ঞান ফিরেছে এবং ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছে। আমরা পরবর্তী তার আত্মহত্যার কারণ খুঁজে বের করার চেষ্টা করবো।

শেয়ার