Top
সর্বশেষ

গৃহহীনদের জন্য ৫০ হাজার ঘর নির্মাণের কাজ শুরু

০৫ ফেব্রুয়ারি, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ
গৃহহীনদের জন্য ৫০ হাজার ঘর নির্মাণের কাজ শুরু
মাগুরা প্রতিনিধি :

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বলেছেন, বাংলাদেশে কেউ ভূমি ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রায়ন প্রকল্পে সকল ব্যবস্থা গ্রহণ করেছে।

এই প্রকল্পে ভূমি ও গৃহহীন প্রতিটি পরিবারের জন্য ২ শতক জায়গা এবং ২ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে একটি আধাপাকা গৃহ নির্মাণ করে তাদের মাঝে হস্তান্তর শুরু হয়েছে।সারাদেশে তৃতীয় ধাপে ৫০ হাজার গৃহহীনদের জন্য ১২০ কোটি টাকা ব্যয়ে গৃহ নির্মাণ শুরু হয়েছে।

আজ শনিবার মাগুরা জেলা সার্কিট হাউজ মিলনায়তনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই কর্মসূচির আওতায় তৃতীয় ফেজে গৃহীত প্রকল্পে ৫০ হাজার গৃহ নির্মাণ করা হচ্ছে। মোট ঘরের মধ্যে মাগুরা জেলার ৪ টি উপজেলায় ২৪৪ টি গৃহ নির্মাণ করা হচ্ছে। অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী উপস্থিত ছিলেন।

শেয়ার