Top
সর্বশেষ

সেতুমন্ত্রীর এলাকায় ভোটারদের নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলাবাহিনীর ৩ হাজার সদস্য

০৬ ফেব্রুয়ারি, ২০২২ ৫:১১ অপরাহ্ণ
সেতুমন্ত্রীর এলাকায় ভোটারদের নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলাবাহিনীর ৩ হাজার সদস্য
এ.এস.এম.নাসিম, নোয়াখালী :

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ উপজেলা নোয়াখালীর কোম্পানীগঞ্জের আট ইউনিয়নে নির্বাচন উপলক্ষে তিন হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে ব্রিফিংকালে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এতথ্য জানান।

তিনি বলেন, সপ্তম ধাপের এ নির্বাচনে স্মরণকালের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কেউ ভোট ডাকাতি বা কেন্দ্র দখলের চেষ্টা করলে নিজ দায়িত্বে করবেন। আইনশৃঙ্খলা বাহিনী কাউকে এক চুলও ছাড় দেবে না।

এসপি আরও বলেন, আট ইউনিয়নের ৭৮ টি কেন্দ্রে ১১০০ পুলিশ, ১৩০০ আনসার, ১০০ বিজিবি, ৭০ জন র্যাব, ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আটটি গোয়েন্দা টিম, চারটি ঊর্ধ্বতন পুলিশের টিম ছাড়াও জেলা বিশেষ শাখা (এসবি), কোস্টগার্ড ও এপিবিএনকে (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে তিন হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এ সময় বহিরাগত সন্ত্রাসী, ভিন্ন কেন্দ্রের ভোটার ও কেন্দ্রে বিশৃঙ্খলাকারীদের কঠোর হস্তে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দেন পুলিশ সুপার শহীদুল ইসলাম। সেই সঙ্গে প্রলোভনে পড়ে কোনো প্রার্থী থেকে কিছু না নেওয়ার আহ্বানও জানান তিনি।

দলীয় সূত্র জানায়, ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ আট ইউনিয়নে আলাদা প্রার্থী দেওয়ায় কাউকে নৌকা দেয়নি কেন্দ্রীয় আওয়ামী লীগ।

উল্লেখ্য, সোমবার (৭ ফেব্রুয়ারি) সপ্তম ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার