Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ের সেনুয়া-রাজাগাঁও ইউনিয়নে ভোট কাল

০৬ ফেব্রুয়ারি, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের সেনুয়া-রাজাগাঁও ইউনিয়নে ভোট কাল
মো. আব্দুল লতিফ, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ও বড়গাঁও ইউনিয়নে ভোট আগামীকাল। সোমবার (৭ ফেব্রুয়ারি) সেনুয়া ও বড়গাঁও ইউনিয়নে ১৮টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ওই ২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বড়গাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে ফয়জুর রহমান (আ’লীগ), হাতপাখা প্রতীকে আব্দুল গফুর (ইসলামী আন্দোলন) ও স্বতন্ত্র হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে আবু সাঈদ নুর আলম প্রতিদ্বন্দ্বিতা করছন।

অপরদিকে সেনুয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নোবেল কুমার সিংহ (আ’লীগ) ও স্বতন্ত্র হিসেবে আশরাফুল ইসলাম (চশমা), মতিয়ার রহমান (ঘোড়া) ও মোটরসাইকেল প্রতীক নিয়ে মতিউর রহমান মতি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, বড়গাঁও ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৫ হাজার ৬৪১ জন পুরুষ ও ৫ হাজার ৫৩৭ জন মহিলা মিলে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ১৭৮ জন। অপরদিকে সেনুয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৩ হাজার ৫২৪ জন পুরুষ ও ৩ হাজার ৩৬২ জন মহিলা মিলে মোট ৬ হাজার ৮৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

শেয়ার