Top
সর্বশেষ

দপ্তিয়র ইউনিয়নে পাকা রাস্তা নেই, চরম ভোগান্তিতে জনসাধারণ

০৭ ফেব্রুয়ারি, ২০২২ ৩:৩৪ অপরাহ্ণ
দপ্তিয়র ইউনিয়নে পাকা রাস্তা নেই, চরম ভোগান্তিতে জনসাধারণ
হাসান সিকদার, টাঙ্গাইল :

টাঙ্গাইল নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে পাকা রাস্তা না থাকায় ও সংস্কারের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন এই ইউনিয়নের জনসাধারণ। মানুষের চলাচলে এই ভোগান্তি লাঘবে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কারও যেন নজরে আসছে না। প্রতিদিন এই ইউনিয়নের দক্ষিণ ও পশ্চিমা লের কয়েক লক্ষাধিক মানুষ অসহনীয় কষ্ট নিয়ে চলাচল করছে।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের উপর দিয়ে দক্ষিণ ও পশ্চিমা লের কয়েক লক্ষাধিক মানুষের যাতায়াত। বিশেষ করে দপ্তিয়র ইউনিয়ন পরিষদ প্রবেশ ধারে একটি কালভাট ভাঙাচোরা। যেকোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া নিশ্চিন্তপুর, বাজারটেক, বাককাটারি, ফয়েজপুর, সিটকীবাড়ী যাওয়ার রাস্তার কালভার্টটি উচু হওয়ায় যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের। কিন্তু বছরের বেশির ভাগ সময় রাস্তাটির অবস্থা থাকে বেহাল। একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে রাস্তায়। মাঝে মাঝে গাড়ী উল্ট্রে যায়।

সব সময় কাদা থাকায় যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে রাস্তা দিয়ে যাওয়া কষ্টকর। সম্প্রতি ইউনিয়নের রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কয়েক বছর যাবত তারা এমন ভোগান্তি পোহাচ্ছেন। রাস্তাগুলো দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। সড়কে সিএনজি-অটোরিক্সা, মোটরসাইকেল নিয়ে সড়কগুলোতে চলাচল করা খুবই কষ্টের।

নাগরপুর দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী বলেন, সড়ক সংস্কারের কাজ চলমান দাবি করে খুব শীঘ্রই এই দুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বললেন জনপ্রতিনিধি। এলাকাবাসীর প্রাণের দাবি সড়ক যেন খুব দ্রুত পাকাকরণ ও সংস্কারসহ প্রশস্ত এবং উচু করা হয়। অতিদ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শেয়ার