মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :
লায়ন্স ক্লাব অফ বাগেরহাট কিংস-এর পক্ষ থেকে মোংলায় কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি ) সংগঠনের জেলা সভাপতি মোঃ সুজন মোল্লার নেতৃত্বে মোংলা পৌর এলাকায় প্রায় ৫০ জন ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় লায়ন্স ক্লাব অফ বাগেরহাট কিংস এর সাধারন সম্পাদক এস এম মহসিন বলেন, সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাড়ানো হচ্ছে এই ক্লাবের মূল লক্ষ্যে। বাগেরহাট জেলায় ১০ দিনের কর্মসুচি চলছে, তারই ধারাবাহিকতায় ৮ম দিনে মোংলায় প্রায় ৫০ জনের মাঝে কম্বল বিতরণ করছি এবং আগামিতে আমাদের বিভিন্ন সামাজিক কর্মসূচি অব্যহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ বাগেহাটের চ্যার্টার মেম্বার মোঃ আমিনুল ইসলাম মিঠু, মতিউর রহমান রতন, কামরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক সোহেল প্রমুখ।