Top
সর্বশেষ

নিত্যপণ্যের উচ্চমূল্যে দিশেহারা মানুষ

২৩ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৪৪ পূর্বাহ্ণ
নিত্যপণ্যের উচ্চমূল্যে দিশেহারা মানুষ
বিশেষ প্রতিবেদক : :

দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির চাপে সাধারণ মানুষ। প্রতি সপ্তাহে বাজারে গিয়ে মূল্য ব্যবধান দেখছেই। আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য না থাকায় বাধ্য হয়ে সঞ্চয় ভাঙছে সকলে। উচ্চবিত্তরা কথা বাদ দিলে দিনমজুর, নিম্নবিত্ত , নিম্নমধ্যবিত্ত পরিবার গুলোর ত্রাহি ত্রাহি অবস্থা। তবে শহরের চেয়ে গ্রামে নিত্যপণ্যের দাম বেশি বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটির মাসিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এসকল তথ্য আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যেও তার প্রমাণ মিলেছে। সিটি কর্পোরেশনের শহর নয় জেলা ও উপজেলা শহর থেকেও প্রত্যন্ত গ্রামগুলোতে এই অবস্থা বিরাজ করছে। সবজির বাজারের কেজি প্রতি ৫/১০/১৫ টাকা পার্থক্য দেখা গেছে।
বিবিএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে খাদ্যপণ্যের ক্ষেত্রে গ্রামে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৯৪ শতাংশ। তবে শহরে এই হার ৪ দশমিক ৮৫ শতাংশ। অর্থাৎ একই পণ্য গ্রাম থেকে কিনতে হলে শহরের তুলনায় বেশি দাম দিতে হচ্ছে। ওই হিসাবে দেখা গেছে, গ্রামের তুলনায় শহরে নিত্যপণ্যের দাম কম। খাদ্যবহির্ভূত পণ্যের ক্ষেত্রে দেখা গেছে, গ্রামে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ০৭ শতাংশ আর শহরে হয়েছে ৬ দশমিক ১৭ শতাংশ। এক্ষেত্রে শহরের চেয়ে গ্রামে দাম কিছুটা কম।
সার্বিক মূল্যস্ফীতির ক্ষেত্রে চাল, আটা-ময়দা, চিনি, ব্রয়লার মুরগি, ডিম, পেঁয়াজ, সবজিসহ প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দামই বেড়েছে। বিবিএস বলছে, ডিসেম্বরে এক লিটার তেল কিনতে ভোক্তার খরচ হয়েছে গড়ে ১৫৬ টাকা ২৫ পয়সা, জানুয়ারিতে যা ছিল ১৬০ টাকা ১০ পয়সা।
বিবিএস-এর মতে, সার্বিকভাবে দেশে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে হয়েছে ৫ দশমিক ৬০ শতাংশ, যা ডিসেম্বরে ছিল ৫ দশমিক ৪৬ শতাংশ। এছাড়া খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৭ শতাংশ।
ডিসেম্বরে এক হালি ফার্মের ডিম কিনতে ক্রেতাকে খরচ করতে হয়েছে ৩৬ টাকা, যা গত মাসে ছিল ৩৮ টাকা। আবার এক কেজি গরুর মাংস কিনতে খরচ ছিল ৫৭২ টাকা, গত মাসে কেজি প্রতি গরুর মাংসের দাম ৫ টাকা বেড়ে হয়েছে ৫৭৭ টাকা।
গতকাল মঙ্গলবার রাজধানীর শান্তিনগর বাজারে গিয়ে সপ্তাহ ব্যবধানে কাঁচা সবজি ও অন্য সবজির পাওয়া বাজার দর। মিষ্টি কুমড়া ২০ থেকে ২২ টাকা, ফুল কপি ৪০ টাকা , বেগুন ৬০ টাকা ,পাতা কপি ৪০ টাকা , টমেটো ৩০থেকে ৪০ টাকা , গাজর ৩০ টাকা , শশা ৬০ টাকা, পেঁপে ৩০টাকা, আলু ২০টাকা, লেবু ৩০ টাকা, মুলা ৩০ টাকা, সিম ৫০ থেকে ৬০ টাকা , পেঁয়াজ ৩০ থেকে ৫৫/৬০টাকা, মরিচ ৬০থেকে ৮০ টাকা, লাউ ৬০থেকে ৮০ টাকা, রসুন ৩০থেকে ৪০টাকা, আদা ৬০থেকে ৮০ টাকা দাম বেড়েছে এই তথ্য ব্যবসায়ীদের। তবে ক্রেতারদের তথ্য ভিন্ন। প্রতিসপ্তাহেই বাড়ছে সবজির দাম। লাগাম টানা কেউ নেই।

শেয়ার