Top
সর্বশেষ

শেরপুরে নিত্যপন্যের বাজার বেড়েই চলেছে

২৩ ফেব্রুয়ারি, ২০২২ ১:০৭ অপরাহ্ণ
শেরপুরে নিত্যপন্যের বাজার বেড়েই চলেছে
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

শেরপুরেও নিত্যপন্যের বাজার হু হু করে বেড়েই চলেছে। ৭ দিনের ব্যবধানে বাজারে এমন কোন পন্য নেই যার দাম বাড়েনি।
খাদ্য ভাণ্ডার নামে পরিচিত শেরপুরের ৫ টি উপজেলার সবগুলোই কৃষিনির্ভর। শিল্পকারখানা বলতে তেমন কিছুই নেই। জেলায় যে সকল রাইস মিল ছিলো সেগুলোও হােতেগোনা কয়েকটি ব্যতিত প্রায় সবগুলোই বন্ধ হয়ে গেছে। ফলে নিম্ন আয়ের মানুষের কাজের জায়গা সংকুচিত হয়ে এসেছে।
অন্যদিকে গত ২ বছরে করোনা মহামারির কারণে ব্যবসা- বাণিজ্যের অবস্থাও খুব খারপের দিকে। ফলে জেলার মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের চরম অর্থনৈতিক মন্দাভাব চলছে। সরকারী চাকুরীজিবীদের বেতন বাড়লেও নিত্যপন্যের বাজার বেড়ে যাওয়ায় তাদের অবস্থাও ত্রাহি ত্রাহি। বেতনের টাকায় সংসার খরচ চল্লেও শিক্ষা, স্বাস্থ্য বিষয়ে খরচ চালানো কষ্টকর হয়ে দাড়িয়েছে।
সোমবার বাজার ঘুরে জানা গেছে, মোটা চাউল ৪৫-৫০টাকা কেজি, চিকন চাউল ৭০-৭৫টাকা কেজি,তুলসিমালা ৮০-৮৫ টাকা, চিনিগুড়া ৭০-৭৫ টাকা কেজি, বেগুন৬০-৭০টকা, আলু ১৫-৩০ টাকা, কাঁচামরিচ ৪০-৫০টাকা, টমেটো ২০-২৫টাকা,পিয়াজ ৫০-৫৫ টাকা, করলা ৮০ টাকা,সিম ৫০ টাকা,রসুন ৪০টাকা কপি ৪০ টাকা,ব্রকোলি ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এব্যাপারে নয়ানী বাজারের কাঁচা সবজি বিক্রেতা বাদশা মিয়া বলেন, পাইকারি বাজারে সবজির দাম বেশী থাকায়,বেশী দামে সবজি বেচতে হচ্ছে। সবজি বিক্রেতা সামাদ বলেন, শীতের শেষে অনেকেই সবজি ক্ষেত ভেঙে গ্রীষ্মকালীন নতুন সবজি চাষে হাত দিয়েছে। তাই বাজারে তরকারির দাম বেড়েছে। চাউল ব্যবসায়ী আবুসামা ও হাসেম ধানের দাম বেশী থাকায় চাউলের দাম বেড়েছে বলে মনে করেন।

 

শেয়ার