একসময়কার ব্যস্ততম ফেনী নদী এখন কচুরিপানায় ভর্তি। এই কচুরিপানা কৃষকদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তাদের চাষাবাদের দুশ্চিন্তার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে কচুরিপানা। প্রতিবছর শুষ্ক মৌসুমে ফেনী নদীর প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার জুড়ে দেখা যায় এসব কচুরিপানা। ফলে নদীর এই অংশের পূর্ব পাশে প্রায় ১শ হেক্টর জমিতে স্থানীয় কৃষকেরা চাষাবাদের পর উৎপাদিত ফসল নিয়ে নদী পারাপারে পোহাতে হয় দূর্ভোগ। তবে কৃষকদের এমন দূর্ভোগের বিষয়ে কিছুই জানেন না জন প্রতিনিধিরা!
কৃষকরা জানান, নদী পার হয়েই তাদেরকে চাষাবাদ করতে হয়। তবে কচুরিপানার জন্য নদী পার হতে চরম দূর্ভোগে পড়তে হয়। যেখানে স্বল্প সময়ে সহজেই নদী পার হওয়া যেত, সেখানে কচুরিপানার সাথে যুদ্ধ করেও হার মানতে হয় কৃষকদের। তাই শীতকাল সবজি, গম, ভুট্টা, খেসারি, তরমুজসহ নানা ধরনের চাষাবাদ থেকে আগ্রহ হারাচ্ছেন এখানকার কৃষকেরা।
স্থানীয় কৃষক মোস্তফা জানান, কেউ চাইলেও সহজে চাষাবাদ করতে পারে না। কারণ যখন কচুরিপানা থাকে না তখন দশ বার নদী পার হতে যেসময় লাগতো, এখন কচুরিপানার কারণে একবার পার হতে তার থেকেও বেশি সময় লাগে। তাই অনেকে শুষ্ক মৌসুমি আবাদ বন্ধ করে দিয়েছে।
ধুম ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান ভাসানী জানান, নদীর চার থেকে পাঁচ কিলোমিটার জুড়ে এসব কচুরিপানার কারণে কৃষকেরা শীতকালীন সবজি, তরমুজ, ভুট্টাসহ সবধরনের ফসলাদি পশ্চিম পাশে পার করতে অনেক কষ্ট হয়ে যায়। দ্রুত এর সমাধান না হলে অনেকেই এসব কৃষি উৎপাদন বন্ধ করে দিবে। শুধু ফসলি জমি নয় সেখানে কিছু বাড়ি-ঘর এবং খামারও রয়েছে।
ধুম ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া জানান, প্রতি বছর শুষ্ক মৌসুমি নদীতে কচুরিপানা হয়, আবার বর্ষা আসলে চলে যায়। কৃষকদের এসব সমস্যার কথা কেউ জানায়নি। উপজেলা প্রশাসনের সাথে এর সমাধানের বিষয়ে কথা বলবো।
উপজেলা কৃষি অফিসার রঘু নাথ নাহা জানান, নদীর পূর্ব পাশে প্রায় ১শ হেক্টর জমিতে আবাদ হয়। কচুরিপানার কারণে ফসল আনতে কষ্ট হয়, যার ফলে অনেক ফসল নষ্ট হয়ে যায়। যাতায়াত সুবিধা হলে কৃষকরা পণ্য উৎপাদনে যেমন উদ্বুদ্ধ হবে, তেমনি ফসল আনায়ন খরচে সাশ্রয় হবে। এতে কৃষকরা লাভবান হবে।
উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান জানান, এটা ব্যয়বহুল প্রজেক্ট যা উপজেলার উদ্যোগে করা সম্ভব নয়। তাই এ বিষয়ে কৃষি অফিসারের সাথে কথা বলে একটা প্রজেক্ট দাঁড় করিয়ে মন্ত্রণালয় প্রেরণ করবো। সেখান থেকে অনুমোদন পেলে আমরা এর দ্রুত কাজ শুরু করবো।