Top
সর্বশেষ

সোমেশ্বরীর বালুতে সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি মেয়রের

১১ মার্চ, ২০২২ ৯:০৭ অপরাহ্ণ
সোমেশ্বরীর বালুতে সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি মেয়রের
নেত্রকোণা প্রতিনিধি :

পর্যটন এলাকা হিসেবে খ্যাত নেত্রকোণার দুর্গাপুরের প্রধান আকর্ষণই হচ্ছে পাহাড়িকন্যা সোমেশ্বরী নদী বালু।

কোনোরকম নিয়ম-নীতির তোয়াক্কা না করে বালুখেকোদের তাণ্ডবে বিলীন হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। নষ্ট হচ্ছে সীমান্তবর্তী ও পাহাড়ী এলাকার পরিবেশ। হুমকিতে পড়েছে দুর্গাপুর শহররক্ষা বাঁধ।

শব্দদূষণে শিশু থেকে বৃদ্ধ-বনিতা সব বয়সের মানুষ শ্রবণ সমস্যায় ভুগছে। হাজারো বোমা মেশিন ব্যবহার করে বালুর সঙ্গে পাথরও উত্তোলন করছেন ইজারাদাররা।

পৌর শহরের ভেতর দিয়ে ভেজা বালু পরিবহনের ফলে শুকনো মৌসুমেও কাঁদায় ভাসছে সড়ক। নর্দমার ওপর দিয়ে চলাচল করে চরম ভোগান্তির মধ্যে দিনযাপন করছেন দুর্গাপুর পৌরশহরে বসবাসরত সাধারণ মানুষ, ব্যবসায়ীসহ দেশ-বিদেশ ও বিভিন্ন এলাকা থেকে ঘুরতে আসা দর্শনার্থীরা।

এ নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয় ও জাতীয় গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সংবাদ প্রচার হলেও দু-একদিনের ভ্রাম্যমাণ আদালত ছাড়া নেওয়া হয় না তেমন কোনো স্থায়ী ব্যবস্থা। ফলে কোনোভাবেই লাগাম টেনে ধরা যাচ্ছে না (ইজারাদার) ওরফে জেলায় পরিচিত বালুখেকোদের তাণ্ডব। দিন-রাত ২৪ ঘণ্টাই সিক্স সিলিন্ডার বোমা মেশিন ব্যবহারের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শহররক্ষা বাঁধ। বিকট শব্দে চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে স্থানীয় শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ।

এই তাণ্ডব থেকে রেহাই পেতে পৌরশহরে সর্বস্তরের নাগরিকরা বিভিন্ন সময় সড়ক অবরোধ করে হরতাল করলেও কোনো কাজে আসেনি। সম্প্রতি বিভিন্ন টেলিভিশন ও পত্রিকায় এ নিয়ে দফায় দফায় রিপোর্ট প্রচারিত হাওয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠে এসবলো ইজারাদার ও বালুখেকো উপাধি পাওয়া সংশ্লিষ্টরা।
ব্যাপারে দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি, জানান বিষয়টি দেখছেন।

এদিকে জীবন বাঁচাতে সাংবাদিক রিফাত বাড়ি ছেড়ে চলে আসলেও বৃহস্পতিবার রাতে গিয়ে তার বাসা থেকে বাবাকে একদল মানুষ ডাকাডাকি চিৎকার চেঁচামেচি করে মেয়রের বাসায় ডেকে নিয়ে যায়।

এ ব্যাপারে নেত্রকোণা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী জানান, প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানে পুলিশ অঙ্গীকারবদ্ধ। রিফাতের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান মেয়র আলাল উদ্দিন এর সংক্ষিপ্ত জীবনীতে জানা গেছে, একসময় তিনি ছোটখাটো ড্রেজার ব্যবসায়ী থাকলেও বর্তমানে উপজেলার সবচেয়ে বড় ধনাঢ্য ব্যবসায়ী। শুরুর দিকে বালুরঘাট ইজারা নেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সরকারদলীয় প্রভাব ও স্থানীয় নিজস্ব লাঠিয়াল শ্রমিক বাহিনী লালন-পালন করে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে দেশের বিভিন্ন শহরসহ দেশের বাইরেও নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর নির্মাণ করেছেন।

সম্প্রতি ২০২১ সালে অনুষ্ঠিত হয়ে যাওয়া পৌর নির্বাচনে দলীয় কোনো পদে না থাকা শর্তেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়ে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।বর্তমান সময়ে অর্থনৈতিকভাবে সবাইকে জিম্মি করে বিশাল প্রভাবশালী হয়ে উঠেন এই আলাল। সাংবাদিকের কার্ডধারী আলালের বিশেষ সহচর বালুঘাট ইজারাদার ধনেস পত্রনবিস দেখাশোনা করেন গণমাধ্যমসহ সব দিক। যে কারণে তাদের সব কর্মকাণ্ডে গণমাধ্যমগুলোতে কর্মরত সাংবাদিকরা অনেকটা বাধ্য হয়েই (সপ্তাহ কিংবা মাসিক) চাঁদার বিনিময়ে সব তথ্য প্রচার থেকে বিরত থাকেন বা এড়িয়ে যান বলে এলাকায় বহুল প্রচলন রয়েছে। যে কারণে বালুখেকোদের এমন অনৈতিক প্রভাব থেকে কিছুতেই মুক্তি মিলছে না সাধারণ মানুষের।

শেয়ার