Top
সর্বশেষ

গাছের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

১২ মার্চ, ২০২২ ১১:৫৪ পূর্বাহ্ণ
গাছের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
যশোর প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরো এক যুবক গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার(১১মার্চ) রাত পৌনে ১১ টার দিকে উপজেলার খেদাপাড়া-তেতুলিয়া সড়কের বসন্তপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো মণিরামপুর উপজেলার কিসমত চাকলা গ্রামের এরশাদ আলীর ছেলে শাওন হোসেন (২১) এবং একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে ইমরান হোসেন (২২)।

দুর্ঘটনায় আহত যুবকের নাম আসিফ হোসেন (২১)। সে মণিরামপুর উপজেলার ডুমুরখালি গ্রামের আব্দুল আলিমের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই যুবক এবার এইচএসসি পাশ করেছে।

খেদাপাড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) ছদরুল আলম বলেন শাওন, ইমরান, আসিফ, নয়ন ও রনি পাঁচ বন্ধু। মণিরামপুরের খেদাপাড়া এলাকায় তরিকুল নামে আসিফের এক আত্মীয় আছেন। শুক্রবার রাতে পাঁচ বন্ধু তরিকুলের বাড়ি থেকে দাওয়াত খেয়ে খেদাপাড়া-বাঁকড়া সড়ক হয়ে নিজেদের বাড়িতে ফিরছিলো। পাঁচ বন্ধুর মধ্যে এক মোটরসাইকেলে নয়ন ও রনি ছিলো। তারা আগে যাচ্ছিলেো। আর অন্য মোটরসাইকেলে চড়ে যাচ্ছিল শাওন, ইমরান ও আসিফ । পথিমধ্যে খেদাপাড়া-তেতুলিয়া সড়কের বসন্তপুরে গ্রামের নব নন্দীর বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে শাওন ও ইমরান মারা যান। আর আসিফ গুরুতর আহত হয়। আহত আসিফকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুই যুবক এবার এইচএসসি পাশ করেছেন বলেও জানান এএসআই ছদরুল।

শেয়ার