চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকা থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
৫৯ বিজিবি ব্যাটালিয়ানের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যাটালিয়ন কমান্ডার লেফটেনেন্ট কর্নেল আমির হোসেন মোল্লা এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল চৌকা সীমান্ত এলাকা থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বনাথপুর এলাকায় একটি বাঁশবাগানে অভিযান চালায়।
এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে বিজিবি সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য ৫৫ হাজার ২০০ টাকা। এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।