Top
সর্বশেষ

মাগুরায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

১২ মার্চ, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ
মাগুরায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
আরজু সিদ্দিকী, মাগুরা :

মাগুরা জেলার শ্রীপুরে পানিতে ডুবে মো. রাহুল মোল্লা নামের তিন বছরের এক শিশুর আজ মৃত্যু হয়েছে। পারিবারিক সুত্র জানায়, শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু রাহুল ওই গ্রামের সৌদি প্রবাসি রানা মোল্লার ছেলে।

জানা যায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু রাহুল বাহিরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে দুপুর থেকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। কোথাও না পেয়ে বিকালে বাড়ির পুকুর থেকে রাহুলকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। কেহ অভিযোগ করলে অপমৃত্যু সামলা রুজু হবে।

শেয়ার