বগুড়ার ধুনট উপজেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে ধুনট মহিলা ডিগ্রী কলেজ চত্ত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা।
সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক। প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মনজু। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম।
ধুনট উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাাঝে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহসভাপতি আবুু বকর
সিদ্দিক রাজা, আনোয়ার পারভেজ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল রহমান, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, কৃষি ও ফলজ বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, সদস্য বজলার রহমান বকুল, ইদ্রিস আলী শেখ, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান কাজল ও পৌর কৃষক লীগের সভাপতি ফারুক আহমেদ প্রমুখ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের কমিটি গঠনের প্রক্রিয়া চলমান ছিল।