পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আগুনে টিনশেড বসত ঘরসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে। শনিবার দুপুর ২ টায় শালবাহানে রাজিউল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, বাড়িতে ঘরের ভিতর আগুন দেখতে পেয়ে চিৎকার দেই। চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হলে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মাহিন উদ্দিন এই বিষয়ে সত্যতা নিশ্চিত করেন।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িতে আমি সরেজমিনে গিয়েছি। সরকারি ভাবে সহায়তার জন্য আশ্বাস দেন তিনি।