Top
সর্বশেষ

গোয়ালন্দ থেকে ছিনতাই কারী আটক

১২ মার্চ, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
গোয়ালন্দ থেকে ছিনতাই কারী আটক
মিঠুন গোস্বামী, রাজবাড়ী৪ :

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকা থেকে ছিনতাইকৃত মালামাল সহ মোঃ জুয়েল ফকির (৩০) নামের এক ছিনতাইকারি কে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

শনিবার (১২ মার্চ ) রাতে গোয়ালন্দ ৭নং ফেরি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোঃ জুয়েল ফকির গোয়ালন্দ ঘাট থানা এলাকার উত্তর দৌলতদিয়া(সাত্তার মেম্বার পাড়া) গ্রামের মোঃ মনির ফকির এর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানা এলাকার ৭ নং ফেরি ঘাট থেকে ছিনতাইকারী মোঃ জুয়েল ফকির কে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে তার বাড়ী থেকে লুন্ঠিত মালামাল ০২ টি মোবাইল ফোন, একটি ডায়মন্ডের আংটি ও একটি স্বর্ণের লকেট উদ্ধার করা হয়।

আসামির স্বীকারোক্তিতে জানা যায়, তিনি একজন পেশাদার ছিনতাই কারী । তিনি দীর্ঘদিন থেকে ফেরি ঘাট এলাকায় মোবাইল ফোন ও অন্যান্য দামী অলংকার ছিনতাই করে এবং বিক্রয় করেন।

আটককৃত আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ থানায় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলাসহ পূর্বে ০৪ টি মামলা রয়েছে।

 

শেয়ার