Top
সর্বশেষ

পাবনা চেম্বারের কমিটি বাতিলের আদেশ স্থগিত

১২ মার্চ, ২০২২ ৬:৫৩ অপরাহ্ণ
পাবনা চেম্বারের কমিটি বাতিলের আদেশ স্থগিত
পাবনা প্রতিনিধি :

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ মার্চ) হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুর রহমান ও বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন।

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরীর একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গত ৩ মার্চ দেয়া বাণিজ্য মন্ত্রণালয়ের এই আদেশ আগামী ৬ মাসের জন্য স্থগিত করেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী। তিনি জানান, মহামান্য হাইকোর্টের ১০ মার্চের এই আদেশের পরিপ্রেক্ষিতে গত ৩ মার্চ বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক পাবনা চেম্বারের কমিটি বাতিল ও প্রশাসক নিয়োগ সংক্রান্ত আদেশের কার্যকারিত ৬ মাসের জন্য স্থগিত হয়ে গেছে।

উল্লেখ্য, গত ৩ মার্চ মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ এর পরিচালক (যুগ্ম-সচিব) মো. ওয়াহিদুজ্জামানের স্বাক্ষরিত এক পত্রে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির বর্তমান কমিটি বাতিল করে পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনকে প্রশাসক নিয়োগ করে আগামী ৪ মাসের মধ্যে নির্বাচনের আদেশ দেন।

পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যেহেতু মহামান্য হাইকোর্ট আদেশ দিয়েছেন। বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে চলে গেছে। তাই আপাতত আদেশ মেনে দায়িত্ব নিচ্ছি না।’

পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সচিব আব্দুর রাজ্জাক বলেন, ‘আদেশের বিষয়টি আমিও বিষয়টি শুনেছি। কিন্তু আদেশের কপি এখনও হাতে পাইনি। তবে পাবনা চেম্বারের কার্যক্রম আগের মতই স্বাভাবিক চলছে।’

 

শেয়ার