পটুয়াখালীর দুমকিতে দুই মোটরসাইকেল ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও দুইজন। আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় পিকআপের চালক জহিরুল ইসলাম ও হেল্পার জাকারিয়াকে আটক করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন দুমকি থানার ওসি আবদুস সালাম।
শনিবার (১২মার্চ) বেলা এগারোটার দিকে বাউফল-দুমকি সড়কের মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো মোঃ ইউসুফ মাস্টার (৩৩), মোঃ হীরা আকন (১৮) ও মোঃ বায়োজিদ (১৪)।
নিহত মোঃ ইউসুফ পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের অফিসের হাট এলাকার এলাকার সফিকুল ইসলাম গাজীর ছেলে। সে দুমকি উপজেলার ‘চরগরাব্দি আবুল কালাম মাধ্যমিক বিদ্যালয়ে’র শারীরিক শিক্ষক ছিলেন।
মোঃ হিরা আকন একই উপজেলার লাউকাঠি এলাকার আনোয়ার আকনের ছেলে। সে লাউকাঠি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পাস করেছেন। আর বায়োজিদ হীরা আকনের ভাগ্নে। তার বাড়ি বাড়ি শিয়ালীর মিঠাপুর গ্রামে।
আহতরা জানান , বেলা এগারোটার দিকে মোঃ ইউসুফ ও হাবিবুর রহমান মোটরসাইকেল যোগে বাউফলের বগা ফেরিঘাটের উদ্দেশ্য রওয়ানা দেয়। মুরাদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এলাকায় পৌছলে তাদের পিছন থেকে আসা বায়েজিদের বহনকারী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বগা থেকে ছেড়ে আসা পিকআপের সঙ্গে ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বায়েজিদের মৃত্যু। পরে বরিশাল নেয়ার পথে ইউসুফ ও হীরা আকনের মৃত্যু হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পিকআপের চালক ও হেল্পারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।