Top
সর্বশেষ

সয়াবিনের বাম্পার ফলনের আভাস

১২ মার্চ, ২০২২ ৭:০৪ অপরাহ্ণ
সয়াবিনের বাম্পার ফলনের আভাস
রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি :

রায়পুরের লক্ষ্মীপুরে সয়াবিনের বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। একই কথা বলেছে উপজেলা কৃষি অফিস।
জানা গেছে, চলতি বছর ৫ হাজার আটশত ৮৫ হেক্টর জমিতে সয়াবিনের আবাদ হয়। নির্ধারিত লক্ষ্যমাত্রার থেকে প্রায় ১৮’শ ৮৫ হেক্টর জমিতে সয়াবিনের চাষ করে রেকর্ড গড়েছেন এ অঞ্চলের সয়াবিন চাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এবছর উপজেলায় প্রায় ১৫ একর জমির জন্য সয়াবিন চাষিদের উপকরণ সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া চাষিদের নিয়ে প্রায় ৩ টি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। কৃষি অফিসের তথ্য মতে, প্রতি মণ সয়াবিনের সম্ভাব্য বাজার দর প্রায় ২ হাজার টাকা ধরা হয়েছে। ধারনা করা হচ্ছে, চলতি মৌসুমে হেক্টর প্রতি ১.৫-২ টন পর্যন্ত সয়াবিনের ফলন হবে।
সয়াবিন চাষিদের সাথে কথা বলে জানা যায়, আবহাওয়া অনুকূলে থাকলে গতবারের তুলনায় দ্বিগুন ফলন পাওয়া সম্ভব হবে বলেও জানান চাষিরা। সয়াবিন চাষে বেশ কয়েকবার সফল হওয়া একজন চাষী বলেন, উপজেলা কৃষি অফিস আমাদেরকে সার্বিক সহায়তা ও প্রশিক্ষণ প্রদান করায় এবার ফলন বাড়বে বলে আমরা আশাবাদী।
উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন বাণিজ্য প্রতিদিনকে বলেন, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার থেকে উৎপাদন বাড়তে পারে।

শেয়ার