কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪ হাজার ৮শ ৪০ পিছ ইয়াবা ও ৫৪ হাজার নগদ টাকা উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটলিয়নের (এপিবিএন) সদস্যরা। এসময় দুইজন রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উখিয়ার ১০ নং রোহিঙ্গা ক্যাম্পের আনিসুর রহমান(২০) ও ইসমত আরা(১৮)। শনিবার (১২ মার্চ) বিকেল ৪ টার দিকে অভিযান চালিয়ে এসব ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
৮-এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ১০ নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় বালুখালী পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের সদস্যরা। অভিযানে জি/০৮ ব্লকে আনিছুর রহমান (২০) এর বসতঘর থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে আনিছুর রহমানসহ এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়।
মোহাম্মদ কামরান হোসেন আরো জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে জব্দকৃত মাদক ও টাকাসহ আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।