রাঙামাটির কাপ্তাই উপজেলার বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২মার্চ) বিকেলে এ মরদেহ উদ্ধার করা হয়।
বিএফআইডিসি’র বিদ্যালয়ের পিয়ন মো. সাদ্দাম বলেন- শনিবার বিকেলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে খেলতে গিয়ে বিদ্যালয়ের পরিত্যাক্ত টয়লেটে একটি মরদেহ দেখতে পেয়ে তাকে জানালে তিনি প্রধান শিক্ষক-কে এ ব্যাপারে অবগত করেন। এরপর প্রধান শিক্ষক পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (আইসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- মরদেহটি থানায় রাখা হয়েছে। উদ্ধার হওয়া মৃত নারী বোরকার পরিহিতা, কানে দুল এবং হাতে চুড়ি রয়েছে। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।