Top
সর্বশেষ

টাঙ্গাইলে দুই মাদক কারবারি আটক

১২ মার্চ, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ
টাঙ্গাইলে দুই মাদক কারবারি আটক
হাসান সিকদার, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ৬২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শনিবার (১২ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নাসির গ্লাসওয়্যার এন্ড টিউব ইন্ডাস্ট্রিজের কাছ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার গোবিন্দকাঠি গ্রামের মনসুর আলীর ছেলে রবিউল ইসলাম (৫০), সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কোমরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)। এসময় ৬২ কেজি গাঁজা, একটি ট্রাক, ২ টি মোবাইল জব্দ করা হয়।
শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণীর ১৯(গ)/৩৮/৪১ ধারায় মামলা দায়ের করা হয়। উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার