Top
সর্বশেষ

ভোলায় ধর্ষণের অভিযোগে আটক ১

১৩ মার্চ, ২০২২ ১০:৫৬ পূর্বাহ্ণ
ভোলায় ধর্ষণের অভিযোগে আটক ১
ভোলা প্রতিনিধি :

ভোলার চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নে প্রেমিকের ধর্ষণে এক কিশোরী (১৪) পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ওই ঘটনায় গত শুক্রবার রাতে ভিক্টিম কিশোরী বাদী হয়ে চরফ্যাসন থানায় মামলা করেন। মামলার পর রাতেই পুলিশ অভিযুক্ত প্রেমিক রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা এজাহার সূত্রে জানা যায়, ভিক্টিমের পার্শ্ববতী আসলামপুর ইউনিয়নের যুবক রাশেদ এক বছর যাবৎ ভিক্টিমের ভাইয়ের সাথে রাজ মিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন। ভাইয়ের সাথে কাজ করার সুবাদে কিশোরীর বাড়িতে আসা-যাওয়া করতো সে। প্রায় সময় ভিক্টিম কিশোরীর বাড়িতে রাত্রী যাপন করতেন। বাড়িতে আসা-যাওয়ার মধ্যে ২০২১ সালে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রলোভনে প্রেমিক রাশেদ তার সাথে প্রায়ই শারিরিক সম্পর্কে লিপ্ত হতেন। প্রেমিকের ধর্ষণে কিশোরী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরেন। ভিক্টিম বিষয়টি প্রেমিক রাশেদকে জানালে সে তালবাহানা শুরু করেন এবং তাকে বিয়ে করতে অস্বীকার করেন।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ভিক্টিমের দায়ের করা মামলায় অভিযুক্ত প্রেমিক যুবক রাশেদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সকালে তাকে আদালতে চরফ্যাশন আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া ভিক্টিমকে ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে বলে এই কর্মকর্তা জানান।

 

শেয়ার