মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় বায়োজিদ (৩২) ও আমিন (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শনিবার দুপুরে মাগুরা যশোর মহাসড়কের সদরের জাগলা সাতমাইল এলাকায় এবং প্রায় একই সময়ে মাগুরা নড়াইল সড়কের মোহাম্মদপুর উপজেলার বেথুলিয়া বাজারে সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বায়োজিদ সদরের নিশ্চিন্তপুর গ্রামের হাসেম আলীর ছেলে। অপর নিহত আল-আমিন নড়াইল জেলার লোহাগড়া থানার গাঘা গ্রামের নবাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, দুপুরের দিকে বায়োজিদ জেলা শহর হতে জাগলার দিকে যাচ্ছিলেন। পথে সাতমাইল এলাকায় পৌছালে যশোর থেকে ছেড়ে আসা ঢাকামুখী একটি যাত্রীবাহী পরিবহন তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ-ই দুর্ঘটনার ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়। আহত অবস্থায় সাদিয়াকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে নিহত আল-আমিন তার ভাতিজা আরিফ হুসাইনকে নিয়ে মাগুরাতে এক আত্মীয়ের বাড়ি আসার পথে মহম্মদপুর বেথুলিয়া বাজারে এলে বিপরীত দিক হতে আসা একটি বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে এ-ই দুর্ঘটনা হয়। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে আল-আমিন শেখের মৃত্যু হয়। আহত হোসাইনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দুটি মাগুরা মর্গে পাঠানো হয়েছে।