মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালিয়া আদর্শ গ্রামে গতকাল বিকালে তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা তথ্য সেবা কর্মকর্তা এমিলিয়া জামান সেতুর তত্বাবধানে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মাদ আনোয়ার হোসেন, মহম্মদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ও আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জিএম শওকত বিপ্লব রেজা বিকো, দপ্তর সম্পাদক রাসেল পারভেজ।
উঠান বৈঠকে আদর্শ গ্রামের ২৫জন নারীদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সরকারের সাফল্য, সামাজিক সমস্যা, আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, প্রতারণা, এসিড নিক্ষেপ সহ সমাজের উন্নয়নের অন্তরায় ও উত্তরণের বিষয়ে ব্যাপক ধারণা প্রদান করা হয়।