গোপালগঞ্জের কোটালীপাড়ায় মালবাহী একটি ট্রাক নিয়ে ভেঙ্গে পড়েছে বেইলি ব্রীজ। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।
আজ রবিবার (১৩ মার্চ) সকালে কোটালীপাড়া উপজেলার পয়সারহাট-রামশীল সড়কের রামশীল ইউনিয়নের শশিকর এলাকায় এ ঘটনা ঘটে।
জানাগেছে, আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা থেকে আসা মালবাহী একটি ট্রাক পয়সারহাটে যাচ্ছিল। এ সময় ট্রাকটি পয়সারহাট-রামশীল সড়কের রামশীল ইউনিয়নের শশিকর এলাকায় পৌঁছে বেইলি ব্রীজটি পার হতে গেলে স্টিলের পাত ভেঙে গিয়ে ট্রাকের পিছনের চাকা
খাদে পড়ে যায়।
বেইলি ব্রীজ ভেঙ্গে যাওয়ায় সড়ক সংযোগ বিচ্ছিন্ন হয়ে হয়েছে। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় চরম দূর্ভোগে পড়ছে পয়সারহাট ও শশীকর গ্রামসহ উত্তর কোটালীপাড়ার এলাকাবাসী। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের অধীনে সংযোগ খালে পার্শ্ববর্তী বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা ও মাদারীপুর জেলার কালকিনি উজেলার নিন্মাঞ্চলের পানি নামার জন্য বরিশাল পানি উন্নয়ন বোর্ড বেইলি ব্রীজ করে স্লুইস গেট নির্মান করে। দীর্ঘদিন যাবত এটি ঝুঁকিপূর্ণ ছিলো এবং
স্লুইস গেটটির যন্ত্রাংশও প্রায় অকেজো।
ওই সড়ক দিয়ে চলাচলরত রামশীল ইউনিয়নের কমল তালুকদার ও মনোরঞ্জন তালুকদার বলেন, মালবাহী একটি ট্রাক বেইলী ব্রীজের উপর উঠলে ব্রীজটি ভঙ্গে যায়। এতে সেখানে ট্রাকটি আটকে থাকায় যান চলাছলতো দূরের কথা পায়ে হেটে পার হওয়া যাচ্ছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছে কয়েকটি গ্রামের মানুষ। দ্রুত ট্রাকটি সড়িয়ে সম্পূর্ণ মেরামত করার দাবী জানিয়েছেন তারা।
এ বিষয়ে জানার জন্য কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওহায়িদ এর সাথে ফোনে যোগাযোগ করার জন্য ফোন করা হলে তিনি ফোনটি কেটে দেন। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।