গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর কলেজ ছাত্রী মার্জিয়া হত্যা চেষ্টার পালাতক আসামি মো.মামুন(২২)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১)। ঐ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রবিবার (১২ মার্চ)বেলা ৬টার দিকে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন কালিকাপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে র্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান।
মো. মামুন উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আজগর আলীর ছেলে।
ছুরিকাঘাতে আহত ছাত্রী মারজিয়া (১৭) একই ইউনিয়নের বরমী বেপারী পাড়া বালুঘাট এলাকার মাসুদ এর মেয়ে। মারজিয়া বরমী কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষেরশিক্ষার্থী।
র্যাব জানায়,গাজীপুর এর একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলায় জড়িত পলাতক আসামি কে সনাক্ত এবং তার অবস্থান নির্ণয় করেন।কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার জি এম মাজহারুল ইসলাম এর নেতৃত্বে র্যাব-১২ সহযোগিতায় পাবনার ঈশ্বরদীট কালিকাপুর উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো. মামুনকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানান,কলেজ ছাত্রী মারজিয়াকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত মামুন। গত ১০ ই মার্চ অনুমানিক বেলা দেরটার সময় মার্জিয়া আক্তার কলেজ থেকে ফেরার পথে মমতাজ প্রধান রাইস মিলের পূর্বে নদীর পাশ দিয়া বরামা রাস্তায় পৌছালে পূর্ব থেকে ওৎ পেঁতে থাকা মামুনের প্রেমের প্রস্তাবে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও হুমকী ধামকিসহ চুরিকাঘাত করে বুকের বাম পাশে মারাত্মক রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন কলেজ ছাত্রীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
র্যাব বলেন,প্রথমিকভাবে জিজ্ঞাসাবাদে মামুন জানায় যে, মার্জিয়া প্রেমের প্রস্তাব রাজি না হওয়ায় ক্ষিপ্ত হওয়ায় চুরিকাঘাত করে পাবনা জেলার ঈশ্বরদী থানায় কালিকাপুর গ্রামে তার ফুফুর বাড়িতে আত্মগোপন করেন। আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে কলেজ ছাত্রী পিতা মো. মাসুদ মিয়া ১০ মার্চ শ্রীপুর থানায় মামুনের নামে অভিযোগ করলে অফিসার ইনচার্জ শ্রীপুর থানার মামলা নং-২০ রুজু করেন।