Top
সর্বশেষ

বলাৎকার চেষ্টার ঘটনায় মামলা; অভিযুক্ত অটোচালক গ্রেপ্তার

১৩ মার্চ, ২০২২ ৪:০৬ অপরাহ্ণ
বলাৎকার চেষ্টার ঘটনায় মামলা; অভিযুক্ত অটোচালক গ্রেপ্তার
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে রেদোয়ান হোসেন মৃদুল(১২) নামে এক শিশুকে বলাৎকার চেষ্টার ঘটনায় রায়পুর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিশুটির মা আফসানা আক্তার মিতু (৩০)।

মামলার এজাহার সুত্রে জানা যায়, শিশুটি কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

জানা যায়, ভিকটিম শিশু তার মামার সাথে স্থানীয় জনতা বাজার এলাকায় সদাই করতে যায়। সদাই শেষে ভিকটিমের মামা মোঃ বাহার হোসেন তাকে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মুল অভিযুক্ত মিজান (৪০) নামক ঐ বখাটের মিশুকের পেছনের সীটে তুলে দেন।

কিছুদূর আসার পর বখাটে মিজান শিশুটিকে মিশুক চালানো শেখানোর লোভ দেখিয়ে সামনের সীটে নিয়ে আসে ও নিজের কোলে বসিয়ে বলাৎকারের চেষ্টা চালায়।

বলাৎকারে ব্যর্থ হয়ে অভিযুক্ত ঐ অটোচালক শিশুটির পায়ুপথে হাত দিয়ে ব্যথা দেয়। পরে শিশুটি কান্না বিজড়িত কন্ঠে তার মা’কে সব খুলে বললে শিশুর মা আফসানা আক্তার মিতু(৩০) বাদী হয়ে রায়পুর থানায় মামলা দায়ের করে।

রায়পুর থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় অভিযুক্ত মিজানকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে রায়পুর থানা পুলিশ।

অভিযুক্ত মিজানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন ভুক্তভোগী শিশুর স্বজন ও এলাকাবাসী।

শেয়ার